ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ

প্রকাশিত: ০৮:২৪, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১১:৫৪, ১৯ জুলাই ২০২৫

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকায় আয়োজন করতে যাচ্ছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ। এটি দলটির প্রথম কোনো সমাবেশ হতে যাচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় শুরু হবে মূল সমাবেশ। এতে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে দলটি, এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

এই সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নানা আলোচনা। সাধারণ চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক মহল পর্যন্ত চলছে জামায়াতের রাজনৈতিক কৌশল ও প্রজ্ঞা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। অনেক বিশ্লেষকের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশকে জামায়াত তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায়। তারা মনে করেন, এর পেছনে রয়েছে আরও কৌশলগত পরিকল্পনা ও রাজনৈতিক হিসাব-নিকাশ।

জাতীয় এই সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামী মূলত অন্তর্বর্তীকালীন সরকার গঠন, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি একটি বার্তা দিতে চায়—তারা এখনো শক্তিশালী ও সংগঠিত। সমাবেশে তারা সাতটি মূল দাবি উপস্থাপন করবে। দাবিগুলো হলো— অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

শিহাব

×