
ছবি: সংগৃহীত
পুনের বারামতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। শিবশঙ্কর মিত্র নামে এক ব্যাঙ্কের চিফ ম্যানেজার আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ব্যাঙ্কের মধ্যেই গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে তিনি কাজের চাপে মানসিকভাবে ভেঙে পড়ার কথা লিখে গেছেন।
বারামতি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, শিবশঙ্কর মিত্র বয়সে মধ্য চল্লিশের ছিলেন। তিনি ১১ জুলাই ব্যাঙ্কের চাকরি থেকে পদত্যাগ করেন এবং সেই সময় থেকেই নোটিশ পিরিয়ডে ছিলেন। পদত্যাগপত্রে তিনি স্বাস্থ্যগত সমস্যা ও কাজের অতিরিক্ত চাপের কথা উল্লেখ করেন।
ঘটনার দিন সন্ধ্যায় ব্যাঙ্কিং সময় শেষ হলে তিনি সহকর্মীদের বলেন, "আমি শাখা বন্ধ করে দেব, তোমরা চলে যাও।" এরপর রাত ৯টা ৩০ মিনিটে নিরাপত্তারক্ষীও ব্যাঙ্ক থেকে বেরিয়ে যান। জানা গেছে, মিত্র আগেই এক সহকর্মীর মাধ্যমে একটি দড়ি আনিয়ে রেখেছিলেন।
পুলিশ জানায়, রাত ১০টা নাগাদ তিনি সেই দড়ি ব্যবহার করে ব্যাঙ্কের ভেতরে আত্মহত্যা করেন। পুরো ঘটনাটি ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। রাতে বাড়ি না ফেরায় এবং ফোনে সাড়া না পেয়ে তাঁর স্ত্রী রাত ১২টা নাগাদ ব্যাঙ্কে আসেন। আলো জ্বলতে দেখে তিনি ডাকাডাকি করেন, কিন্তু সাড়া না পেয়ে ব্যাঙ্কের অন্যান্য কর্মীদের খবর দেন। পরে দরজা খুলে দেখা যায়, মিত্র ছাদের সাথে ঝুলছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া সুইসাইড নোটে তিনি লেখেন, কাজের চাপ সহ্য করতে না পেরে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। কারও নাম তিনি উল্লেখ করেননি। পুলিশ বলছে, তিনি মানসিক ও শারীরিক চিকিৎসাও নিচ্ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে এবং ঘটনার পূর্ণ তদন্ত চলছে।
মুমু ২