
ছবি: সংগৃহীত
লেবাননের শিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে সাফ জানিয়ে দিয়েছে—তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে না। সম্প্রতি লেবাননের নতুন নেতৃত্বের কাছে ওয়াশিংটনের পক্ষ থেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছিল।
হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাইম কাসেম শুক্রবার এক ভিডিওবার্তায় বলেন, “আমরা আত্মসমর্পণ করব না, ইসরায়েল আমাদের অস্ত্র কেড়ে নিতে পারবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, লেবাননে “প্রতিরোধ” না থাকলে ইসরায়েলি সেনাবাহিনী আরও এগিয়ে আসবে।
এই বক্তব্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত থমাস ব্যারাকের কূটনৈতিক প্রচেষ্টায় একটি সম্ভাব্য ধাক্কা বলে মনে করা হচ্ছে। ব্যারাক, যিনি বর্তমানে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়াবিষয়ক দূত, লেবানন-ইসরায়েল শান্তিচুক্তির জন্য একটি "গো-ফরোয়ার্ড প্ল্যান" এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
তিনি কিছুদিন আগেই বলেছিলেন, লেবাননের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ায় তিনি “অবিশ্বাস্যভাবে সন্তুষ্ট” এবং আলোচনা এগিয়ে চলেছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম আল জাদিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন, হিজবুল্লাহর অস্ত্র ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী হটাতে মুখ্য ভূমিকা রেখেছিল। তবে তিনি বলেন, এখন সময় এসেছে এসব অস্ত্র রাষ্ট্রের অধীনস্থ করার।
তবে হিজবুল্লাহর কাসেম একে "অস্তিত্বের হুমকি" বলে উল্লেখ করেন এবং বলেন, “আমরা আগে সেই হুমকি মোকাবিলা করব, এরপর জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা করা যেতে পারে।”
গত নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এর আওতায় হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সরিয়ে নিতে রাজি হয়েছিল এবং ইসরায়েলও তার বাহিনী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনো পাঁচটি কৌশলগত এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে এবং প্রায় প্রতিদিন যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটছে।
ইতোমধ্যে ইসরায়েল গত বছরের সংঘাতে হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহসহ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করে এবং সংগঠনটির অস্ত্রভাণ্ডার ধ্বংস করে ব্যাপক ক্ষতি ঘটায়।
কাসেম বলেন, হিজবুল্লাহ বর্তমানে দক্ষিণ লেবাননের দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার অবস্থানে না থাকলেও, সম্ভাব্য যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।
এই হিজবুল্লাহ নেতা বলেন, “আমরা এগিয়ে যাচ্ছি, এবং প্রতিরক্ষামূলক লড়াইয়ের জন্য প্রস্তুত।
শিহাব