ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

একযুগ পর আলোচনায় ‘এক জীবনের’ শায়না, আবারও ভাইরাল

প্রকাশিত: ১১:০৫, ১৬ জুলাই ২০২৫

একযুগ পর আলোচনায় ‘এক জীবনের’ শায়না, আবারও ভাইরাল

ছবি: সংগৃহীত

এক সময়ের তুমুল জনপ্রিয় মিউজিক ভিডিও "এক জীবন" এর মাধ্যমে কোটি তরুণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শায়না। সময়টা ২০১১ সাল। মডেলিং জগতে পা রেখেই যেন ঝড় তুলেছিলেন তিনি। এরপর কেটে গেছে এক যুগ—ছিলেন আড়ালে, অন্তরালে। হঠাৎ করেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শায়না, এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে।

সম্প্রতি একটি হিন্দি গানে টিকটকে নেচে ঝড় তুলেছেন তিনি। ভিডিওতে তাকে দেখা যায় “তেরি খাতে নাউঙ্গি, আরে যা!” গানের তালে তাল মেলাতে। সঙ্গে ক্যাপশন দেওয়া, "আম গাছে আম নাই, ঢিল কেন মারো? তোমার সাথে প্রেম নাই, চোখ কেন মারো?"—এই সরস কথামালায় দারুণভাবে সাড়া দিচ্ছেন নেটিজেনরা।

ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। অনেকে তাকে ২০১১ সালের “এক জীবন” গানের সেই মডেল বলেই চিহ্নিত করেছেন। কেউ কেউ আবার বলছেন—“পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের চেয়েও শায়না অনেক বেশি রূপসী। রূপ লাবণ্যতায় এক কাঠি উপরে।”

আলোচনার কেন্দ্রে শায়নার ব্যক্তিগত জীবন
শায়না বর্তমানে যুক্তরাজ্যে স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন। জানা গেছে, ২০১১ সালে জনপ্রিয় নির্মাতা আসাদুজ্জামান সেতুকে বিয়ে করেছিলেন তিনি। তবে সে সংসার টেকেনি বেশি দিন। মাত্র তিন বছর পরেই বিচ্ছেদ ঘটে তাদের।

এরপর ব্রিটেন প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে শুরু করেন নতুন জীবন। এখন দুই সন্তানের জননী—মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস করছেন তিনি।

ফিরে দেখা ‘এক জীবন’ ও শায়নার যাত্রা
২০১১ সালে তাহসান ও শফিক তুহিনের গাওয়া গান “এক জীবন” এর ভিডিওতে শায়নার মডেলিং এবং সৌন্দর্য দর্শকদের অভিভূত করেছিল। একবিংশ শতাব্দীর প্রথম দশকে বাংলা গানের ভিডিও জগতে যেসব নারী মডেল স্থায়ী প্রভাব ফেলেছিলেন, তাদের মধ্যে শায়না ছিলেন অন্যতম। দীর্ঘদিন মিডিয়ার বাইরে থেকেও তার গ্ল্যামার যেন এতটুকু ম্লান হয়নি—এমনটাই মত অনেক দর্শকের।

নেটিজেনদের প্রতিক্রিয়া
একজন টিকটক ব্যবহারকারী লিখেছেন, “শায়নার সৌন্দর্য ও সরলতায় একটা রাজকীয় ব্যাপার আছে।”
আরেকজন মন্তব্য করেন, “১০ বছর পরেও তার চাহনিতে আগের সেই মায়া, আগের সেই শায়না!”

শেখ ফরিদ  

×