
ছবি আলজাজিরা
গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, দক্ষিণ খান ইউনুসের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন পদদলিত হয়ে এবং একজন ছুরিকাঘাতে মারা গেছেন বলে জানায় সংস্থাটি। তারা এই ঘটনার জন্য হামাস-সংশ্লিষ্ট অস্ত্রধারীদের দায়ী করেছে।
জিএইচএফ এক বিবৃতিতে বলেছে, “ভিড়ের মধ্যে সৃষ্ট এক ভয়াবহ ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। আমাদের বিশ্বাসযোগ্য তথ্য আছে যে, হামাস-সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।”
সংস্থাটির দাবি, ভিড়ের মধ্যে একাধিক আগ্নেয়াস্ত্র দেখা গেছে এবং একজন মার্কিন কর্মীকে অস্ত্রের মুখে হুমকি দেওয়া হয়েছে।
গত মে মাসে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিতরণকেন্দ্রের আশপাশে এ পর্যন্ত ৮৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব ঘটনায় জিএইচএফ আগেও সমালোচনার মুখে পড়েছে। এবার খান ইউনুসের ঘটনায় আবারও সংস্থাটির বিতরণ কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
জিএইচএফের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য তারা পরিস্থিতি মূল্যায়ন করে ব্যবস্থা নিচ্ছে।
শেখ ফরিদ