ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ১০, ধ্বংস তিনতলা বাড়ি

প্রকাশিত: ১৩:৩৪, ১৬ জুলাই ২০২৫

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ১০, ধ্বংস তিনতলা বাড়ি

ছবি: সংগৃহীত

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ফিলিস্তিনের পশ্চিম তীর। মঙ্গলবার (১৬ জুলাই) ভোররাতে ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে অন্তত ১০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। একই সঙ্গে ইসরায়েলেরই একটি ফিলিস্তিন সংখ্যাগরিষ্ঠ শহর কাফর কাসেমে তিনতলা একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে সাতজন রামাল্লা ও আল-বিরেহ গভর্নরেটের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন ১৭ থেকে ২০ বছর বয়সী তরুণ, যাদের গ্রেফতার করা হয়েছে বুরকা গ্রাম থেকে।

এছাড়া কালকিলিয়া গভর্নরেটের আজজুন শহর থেকেও আরও তিনজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ওয়াফা জানিয়েছে, অভিযান চলাকালে বাড়িঘরে তল্লাশি চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। রাতে ঘুমের মধ্যে পরিবারের সদস্যদের তুলে গ্রেফতার করা হয়।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের ভেতরের ফিলিস্তিন সংখ্যাগরিষ্ঠ শহর কাফর কাসেমে একটি তিনতলা ভবন ভেঙে দিয়েছে। স্থানীয়দের দাবি, এটি ছিল বসবাসযোগ্য একটি বাড়ি। তবে ইসরায়েলি প্রশাসন এটিকে "অননুমোদিত নির্মাণ" হিসেবে দাবি করে তা ধ্বংস করেছে।

পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর এমন অভিযান ও বসতবাড়ি ধ্বংসের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। মানবাধিকার সংগঠনগুলো একে আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে।

উল্লেখ্য, ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে প্রতিনিয়তই এ ধরনের অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের আটক ও বসতবাড়ি ধ্বংস করা হয়। গাজায় চলমান সংঘাতের মধ্যেই পশ্চিম তীরেও দমন-পীড়ন আরও জোরদার করছে ইসরায়েল।

শেখ ফরিদ

×