ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥

প্রকাশিত: ১৮:৩৫, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ

গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এনসিপি নেতাদের উপর হামলা, ইউএনও এবং পুলিশের গাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে শরীয়তপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ শেষে রূপনগর এলাকায় গিয়ে শেষ হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আসলাম মাহমুদ ও রাসেল মোল্লা‌সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আফরোজা

×