ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

স্বপ্নবাজ তরুনীদের জ্ঞানের আতুরঘর ইডেনে সেন্ট্রাল লাইব্রেরি

ফাতেমা আক্তার

প্রকাশিত: ০৭:৪৪, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ০৮:২৬, ১৬ জুলাই ২০২৫

স্বপ্নবাজ তরুনীদের জ্ঞানের আতুরঘর ইডেনে সেন্ট্রাল লাইব্রেরি

ইডেনে সেন্ট্রাল লাইব্রেরি

ইডেন মহিলা কলেজ লাইব্রেরি  শিক্ষার্থীদের জ্ঞান চর্চার এক আতুরঘর। সেলফের তাকে সাজানো হাজার হাজার বই মেধাবী শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের সঙ্গী। এই লাইব্রেরি হলো বিসিএস সহ বিভিন্ন চাকরি প্রত্যাশীদের মেধা বিকাশের বাতিঘর। 

ইডেন মহিলা কলেজ ১৮৭৩ খ্রি. প্রতিষ্ঠিত হলেও লাইব্রেরি হয় আরও অনেক পরে। প্রথমে অল্প পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে সাহিত্যে ও  জ্ঞান বিজ্ঞানের হাজার হাজার বইয়ের এক সমৃদ্ধ রূপ লাভ করেছে এই লাইব্রেরি। 

কলেজ প্রাঙ্গনে  ৪ নং ভবেনে ২ তলা বিশিষ্ট সুন্দর ও মনোরম পরিবেশে রয়েছে এই লাইব্রেরিটি।এর সংগ্রহে রয়েছে ৪৪,৮৩৫ টি বই,২০০০ টি জার্নাল।লাইব্রেরিতে সকল বিভাগের চাহিদা অনুযায়ী প্রতিবছরই সময় উপযোগী বই সংগ্রহ করা হয়। ফলে শিক্ষার্থীরা প্রয়োজন মত বই এখানে বসে পড়তে পারে।

এই লাইব্রেরির চেয়ার টেবিলে রয়েছে অসংখ্য শিক্ষার্থীদের নানারকম স্মৃতি। কত শত মেয়ের শূণ্য থেকে ঘুরে দাঁড়ানোর গল্প।
এখানে যেমন তৈরি হয় বইয়ের সাথে আত্মীয়তা ঠিক তেমনি তৈরি হয় কত শত বন্ধুত্বও। সিনিয়র জুনিয়রদের মাঝে তৈরি হয় এক অভূতপূর্ব সম্পর্ক। বইয়ের প্রতিটি পাতায় মিশে আছে শত শত পরিশ্রমের ইতিহাস। কত বিসিএস ও চাকরি প্রত্যাশিদের অক্লান্ত  পরিশ্রমের সাক্ষী এই লাইব্রেরি।শুধু চাকরি প্রার্থীই নয়,শিক্ষার্থীরা তাদের অবসর সময় কাটাতেও এখানে এসে পছন্দ মতো বইয়ের রাজ্যে ডুবে যেতে চায়।শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির বিকাশ ঘটাতে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই লাইব্রেরি টি। 
তবে এর পরিধি ও উপযোগিতা আরও বাড়াতে হবে। পরিচিত গড়তে হবে ইডেনিয়ান প্রত্যেক স্বপবাজ তরুণীদের সাথে।
তাহলেই  ইডেন মহিলা কলেজে এটি সাফল্য ও গৌরবের মুকুট হয়ে থাকবে আজীবন। আলো ছড়িয়ে যাবে এক উদ্দম সূর্যের ন্যায়।

লেখক: ফাতেমা আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা

তাসমিম

×