
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন।বুধবার (১৬ জুলাই) বিকালে টঙ্গী কলেজগেট থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-টঙ্গী-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন সরকার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। ষড়যন্ত্রকারীরা কোনোদিন সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।
ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় টঙ্গী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আফরোজা