
ছবিঃ সংগৃহীত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, “সৎ থাকুন, সততার সঙ্গে কাজ করুন। ঘুষ খাবেন না। ফাইল লাল ফিতায় আটকে রাখবেন না।”
আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, সাতকানিয়া পৌরসভা জামায়াতের সাবেক আমির মো. ওয়াজেদ আলী প্রমুখ।
ধর্ম বিষয়ক উপদেষ্টা আরও বলেন, “জুলাই বিপ্লবের পর চ্যালেঞ্জের মধ্যে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি। প্রতিমুহূর্তে চ্যালেঞ্জ। তবে উপদেষ্টারা অভিজ্ঞ ব্যক্তি। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট দপ্তরকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার জন্য বলেছেন। সরকার নির্দিষ্ট সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতাও হস্তান্তর করব।”
ইমরান