লেখা আহ্বান
প্রিয় পাঠক, আপনাদের লেখা নিয়ে প্রতি বৃহস্পতিবার চতুরঙ্গে পুরো পাতার আয়োজন
সমাজ ভাবনা
পরবর্তী বিষয় : সুন্দর অভ্যাস
বদভ্যাস বা মন্দ অভ্যাস সব সময়ই বর্জনীয়; আর সুন্দর অভ্যাস মানুষকে আরও মানবিক করে তোলে। যেমন নিয়মিত রক্তদান। রক্তের কোনো বিকল্প নেই। তাই দরকারে জীবন বাঁচাতে অন্যকে রক্ত দেওয়া একটি মহৎ অভ্যাস। কারো সঙ্গে আলাপচারিতায় হাসিমুখ ধরে রাখা, কণ্ঠকে চড়া না করা, আগে সম্ভাষণ জানানো বা সালাম দেওয়া। এসবই ব্যক্তিকে তার নিজস্ব বলয়ে পছন্দনীয় ও গ্রহণযোগ্য করে তোলে। সুন্দর অভ্যাস গড়ে তোলার ভেতর দিয়ে আমরা যেন সমাজে আরও চরিত্রবান হয়ে উঠি।
এসবই উঠে আসুক আপনাদের লেখায়।
২৬ আগস্ট সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন।
সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ ভবন,২৪/এ রাসেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল: [email protected]