ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

লেখা আহ্বান

প্রিয় পাঠক, আপনাদের লেখা নিয়ে প্রতি বৃহস্পতিবার চতুরঙ্গে পুরো পাতার আয়োজন
সমাজ ভাবনা

পরবর্তী বিষয় :  মানবকল্যাণ

মানুষ মানুষের জন্য। দুস্থ মানুষকে করুণাবশত কিছু দান করার নাম মানবকল্যাণ নয়। এটি ব্যাপক বিষয়। মানবকল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। মানুষ যখন মানবেতর জীবনযাপনে পিষ্ট, যখন তার অবমাননা ঘটে চলেছে, তখন তাকে সে অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থানে উত্তরণ ঘটানোই মানবকল্যাণের লক্ষ্য। এটির উৎস মানুষের মর্যাদাবোধ ও মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। মনে রাখা চাই, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ^র’।
এ সবই উঠে আসুক আপনাদের লেখায়।    
২৯ জুলাই সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন।

সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ ভবন,২৪/এ রাসেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল: [email protected]