ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

Sopno
Sopno
adbilive
adbilive
একটি দল ভারতের খপ্পরে পড়ে জুলাই চেতনার বিপক্ষে ভূমিকা রাখছে

একটি দল ভারতের খপ্পরে পড়ে জুলাই চেতনার বিপক্ষে ভূমিকা রাখছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে। জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধুমাত্র জুলাই ঘোষণাপত্রের এক টুকরো কাগজ উপস্থাপন করা হলে জুলাইয়ের চেতনা বাস্তব রূপ লাভ করতে পারবে না। রবং ফ্যাসিবাদ একেবার, একেক রূপে ফিরে আসবে। আধিপাত্যবাদের দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি দল আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করতে ভারতের খপ্পরে পড়ে জুলাই চেতনার বিপক্ষে ভূমিকা রাখছে।

জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা: কনসাল জেনারেল 

জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা: কনসাল জেনারেল 

দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে  অবিস্মরণীয় ঘটনা। তিনি বলেন, ঐসময় জুলাই বিপ্লবের সাথে একাত্মতা ঘোষণা করে আরব আমিরাতে অনাকাঙ্ক্ষিত মিছিল মিটিং করায় ১৮৮ জনকে আটক করা হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হয়। সেই সময় অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস  আমিরাতের মহামান্য  প্রেসিডেন্টকে টেলিফোনে অনুরোধ জানালে তিনি সবাইকে মুক্তি দেন।তবে প্রবাসে যে যে দেশেই থাকেন না কেন সবাই ঐ দেশের স্থানীয় আইন মেনে দেশের ভাবমূর্তি উজ্জলে কাজ করবেন। তিনি রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে। তাই দেশের উন্নয়ন অগ্রগতিতে আরো ব্যাপকভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান তিনি। শনিবার (২ আগষ্ট)  রাতে দুবাই কনস্যুলেট হলরুমে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট দুবাই আয়োজিত  সভায় তিনি এ কথা বলেন। 

সাইমের নৈপুণ্যে পাকিস্তানের দারুণ জয়

সাইমের নৈপুণ্যে পাকিস্তানের দারুণ জয়

মিরপুরে বাংলাদেশের কাছে সিরিজ হারের ক্ষত বুকে নিয়ে পাকিস্তান ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজে। মার্কিন মুলুকের লাডারহিলে সাইম আইয়ুবের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের প্রথম টি২০তে ১৪ রানের দারুণ জয় পেয়েছে সালমান আলি আগার দল। ৬ উইকেটে ১৭৮ রান করেছিল পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৬৪ রানে থামে শাই হোপের উইন্ডিজ। ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৫৭ রান করার পর বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাইম। নিজ আঙিনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার রেশ থাকতেই আরেকটি পরাজয়ে ডুবল ক্যারিবিয়ানরা। অবিশ্বাস্যভাবে, দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ ২০ টি২০র ১৭টিতেই হেরে গেল! তিন ম্যাচের টি২০ সিরিজের পরের ম্যাচ রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায়। নতুন উদ্বোধনী জুটিতে জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রু ৭২ রান তোলেন ঠিকই কিন্তু ততক্ষণে শেষ ১১ ওভার! পাওয়ার প্লেতে ৪৭ রান তুললেও পরে ডানা মেলতে পারেননি দুজন। দলে ফেরার ম্যাচে অভিজ্ঞ জনসন চার্লস দুটি করে ছক্কা ও চার মারলেও ৩৫ রান করতে বল খেলেছেন ৩৬টি। ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ ক্রিকেটার (১৮ বছর ২৩৬ দিন) হিসেবে টি২০ অভিষেকে নামা অ্যান্ড্রুও ফেরেন ঠিক ৩৫ রানেই। ক্যারিবিয়ানদের বড় ভরসার দুই ব্যাটসম্যান শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডকে ফেরান সাইম। টি২০ দলে ফেরা শাহিন শাহ আফ্রিদি বিদায় করেন রোস্টন চেইসকে। একটি করে ছক্কা ও চার মারা রোমারিও শেফার্ডকে বিদায় করেন দলে ফেরা আরেক বোলার বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। শেষ তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে ৬৫ রানের। আফ্রিদির ওভারে তখন ১২ রান নেন হোল্ডার ও শামার, হারিস রউফের ওভারে তিন ছক্কায় আসে ১৯ রান, ফাহিম আশরাফের ওভারে দুই ছক্কা ও এক চারে ১৯ রান। কিন্তু যথেষ্ট হয়নি তা। চার ছক্কায় ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন হোল্ডার, ১২ বলে অপরাজিত ২১ শামার। এর আগে টসে হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান (১২ বলে ১৪) বেশিক্ষণ থাকতে পারেননি। তবে দ্বিতীয় উইকেটে সাইম ও ফাখার জামান ৮১ রানের জুটি গড়েন ৫১ বলে।  সাইম ফিফটি করেন ৩৪ বলে। একটু পর ফাখার থামেন ২৪ বলে ২৮ রান করে। দুই ছক্কায় হাসান নাওয়াজের ১৮ বলে ২৪ রান আরেকটু এগিয়ে নেয় দলকে। এরপর অধিনায়ক সালমান আলি আগা (১০ বলে ১১*) ও মোহাম্মাদ নাওয়াজ (৮ বলে ৯) ভালো করতে পারেনি। তবে শেষদিকে ৯ বলে ১৫ করেন ফাহিম আশরাফ। শেষ বলে ছক্কায় শেষ করেন হারিস রউফ। শামার জোসেফ ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩০ রানে নেন ৩ উইকেট।