ভারতের লোকসভায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে একটি বিতর্কিত মানচিত্র ঘিরে, যেখানে বাংলাদেশের সীমানা হিসেবে দেখানো হয়েছে ভারতের কয়েকটি রাজ্য—বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম—এমনকি মায়ানমারের আরাকান অঞ্চল পর্যন্ত। ‘গ্রেটার বাংলাদেশ’ নামে প্রচারিত এই মানচিত্র সংসদে তুলে ধরলে তা নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক ঝড়। সরকার ও বিরোধী দল একে অপরকে দোষারোপ করতে থাকে, আর চোখ রাঙাতে থাকে বিদেশি ষড়যন্ত্রের দিকে।