ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

নিরাপদ খাবারের নামে প্রতারণা, কেএফসির মালিক ও তেল সরবরাহকারীসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ০০:৩৪, ৫ আগস্ট ২০২৫; আপডেট: ০০:৩৫, ৫ আগস্ট ২০২৫

নিরাপদ খাবারের নামে প্রতারণা, কেএফসির মালিক ও তেল সরবরাহকারীসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন কেএফসি (KFC)-র বিরুদ্ধে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। মানহীন তেল দিয়ে খাবার প্রস্তুতের প্রমাণ মেলায় কেএফসির মালিক ও তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মালিকসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার মামলাটি আমলে নিয়ে ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলাটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।

ল্যাব রিপোর্টেই ধরা পড়ে মানহীন তেল

গত ২৭ ও ২৮ জুলাই কেএফসির পল্টন শাখা থেকে সংগৃহীত তেলের নমুনা পরীক্ষায় দেখা যায়, সেটি মানহীন। খাদ্যমান পরীক্ষায় এটি নিরাপদ খাদ্য মানদণ্ডের অনেক নিচে।

Jahan

×