ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

বিপুল পরিমাণ সোনা ও আইফোনসহ আটক বিমানের সিনিয়র ফ্লাইট পার্সার

প্রকাশিত: ১৮:৫৮, ৪ আগস্ট ২০২৫

বিপুল পরিমাণ সোনা ও আইফোনসহ আটক বিমানের সিনিয়র ফ্লাইট পার্সার

বিপুল পরিমাণ সোনা ও একটি আইফোনসহ আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র ফ্লাইট পার্সার রুদাবা। কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি আবিরের বোন পরিচয়ও তাকে অব্যাহতি এনে দিতে পারেনি।

আজ (৪ আগস্ট) রিয়াদ থেকে ঢাকাগামী বিজি-৩৪০ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমসের একটি চৌকস দল রুদাবাকে চ্যালেঞ্জ করে। প্রাথমিকভাবে তিনি উত্তেজিত আচরণ করলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি।

দেহতল্লাশির মেশিনে নেওয়ার প্রাক্কালে নিজের পোশাকে লুকিয়ে রাখা সোনা ফেলে দেওয়ার চেষ্টা করেন রুদাবা। কাস্টমস কর্মকর্তারা বিষয়টি লক্ষ্য করেন এবং তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া সোনা উদ্ধার করেন। এরপর বডি স্ক্যান মেশিনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি নতুন আইফোনও উদ্ধার করা হয়।

সানজানা

×