ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

যুদ্ধ নিয়ে ভয়ংকর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান

প্রকাশিত: ২২:১৬, ৩ আগস্ট ২০২৫

যুদ্ধ নিয়ে ভয়ংকর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান

ছবি: সংগৃহীত।

গাজার বিরুদ্ধে ফের বিরতিহীন যুদ্ধ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। ১ আগস্ট গাজায় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, হামাস যদি ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেয়, তবে যুদ্ধ কোনো ধরনের যুদ্ধবিরতি ছাড়াই চলবে।

এই ঘোষণার পেছনে কারণ একাধিক। সম্প্রতি হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায়—ধ্বংসস্তূপের মধ্যে থাকা তিনজন ইসরাইলি জিম্মি দুর্বল অবস্থায় হাঁটু গেড়ে বসে আছেন, শরীরে কেবল অন্তর্বাস। তারা শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল দেখাচ্ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ইসরাইলি রাজনীতিতে এবং সামরিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় মোট ২৫১ জন ইসরাইলিকে অপহরণ করা হয়েছিল। তাদের মধ্যে এখনো ৪৯ জন গাজায় বন্দি আছেন এবং অন্তত ২৭ জন এরই মধ্যে মারা গেছেন বলে দাবি করা হয়েছে।

জিম্মি মুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচনা চললেও গত মাসে তা ব্যর্থ হয়। এর পর থেকে ইসরাইলের অভ্যন্তরে যুদ্ধ জারি রাখার দাবিও জোরালো হয়েছে।

তবে গাজা অভিযানে আন্তর্জাতিক মহলের চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে জিম্মিদের পরিবারগুলো সরকারকে আলোচনায় ফিরতে আহ্বান জানালেও সেনাপ্রধান হালেভি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, “ইসরাইলি সেনাবাহিনী একটি নৈতিক বাহিনী, এবং গাজার সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দায়ী হামাসই।”

ইসরাইলি পরিসংখ্যান অনুযায়ী, স্থল অভিযানের পর থেকে ৮৯৮ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এখন পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০,৩৩২ জন, যাদের অনেকেই নারী ও শিশু।

নুসরাত

×