
ছবি: সংগৃহীত
২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্ম নেওয়া শিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দ্বিতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ‘মুহাম্মদ’।
ছেলেদের নামের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ‘নুহ’ ও ‘অলিভার’ আগের বছরের অবস্থানেই রয়েছে। এ বছর প্রথমবারের মতো শীর্ষ ১০০ নামের তালিকায় যুক্ত হয়েছে ‘আথেনা’ ও ‘ইয়াহিয়া’।
ইংল্যান্ডে ছেলেদের মধ্যে ‘মুহাম্মদ’ই সবচেয়ে বেশি রাখা নাম হিসেবে রেকর্ড গড়েছে। মোট ৫,৭২১ নবজাতকের নাম রাখা হয়েছে মুহাম্মদ। দেশের নয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই এটি প্রথম স্থানে রয়েছে। তবে ওয়েলসে এর অবস্থান ৫৭তম।
জনপ্রিয় নামগুলোর মধ্যে বানানগত ভিন্নতাও দেখা গেছে। যেমন, ‘মোহাম্মদ’ বানানে ১,৭৬০ শিশুর নাম রাখা হয়েছে, যা ২১তম স্থানে রয়েছে। অন্যদিকে ‘মোহাম্মাদ’ বানানটি ৯৮৬ শিশুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যার অবস্থান ৫৩তম।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (Office for National Statistics - ONS) প্রকাশিত তালিকা অনুযায়ী, মেয়েদের মধ্যে টানা তৃতীয় বছরের মতো সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে ‘অলিভিয়া’। এরপর রয়েছে ‘অমেলিয়া’ এবং আগের বছরের তৃতীয় স্থান অধিকারী ‘আইলা’-কে সরিয়ে এবার তৃতীয় স্থানে উঠেছে ‘লিলি’।
মেয়েদের শীর্ষ ১০০ নামের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে: ‘এলোইজ’, ‘নোরা’, ‘মাইলা’, ‘রোজা’, ‘আথেনা’, ‘সারা’ এবং ‘জো’।
ছেলেদের নতুন নামের তালিকায় এবার যুক্ত হয়েছে: ‘অস্টিন’, ‘নাথান’, ‘ভিনি’ এবং ‘ইয়াহিয়া’।
আবির