
দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বিরুদ্ধে বর্বরোচিত গণছাঁটাই এবং পাঁচ কোটি টাকার বেশি বকেয়া আটকে রাখার অভিযোগ তুলেছে বিএফইউজে ও ডিইউজে।
গণহারে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। কোনো কারণ না দেখিয়ে গণহারে ছাঁটাইয়ের প্রতিবাদে রোববার একটি যৌথ বিবৃতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) শীর্ষ নেতারা।
বিবৃতিতে বলা হয়, শুধু চাকরিচ্যুতিই নয়, দীর্ঘদিন ধরে পাঁচ কোটি টাকারও বেশি বকেয়া বেতন ভাতা আটকে রেখেছে জনকণ্ঠ কর্তৃপক্ষ। এমনকি বেতন চাইলে সরাসরি টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের হাতে।
বিএফইউজে ও ডিইউজে নেতারা এই আচরণকে অন্যায় ও অমানবিক উল্লেখ করে বলেন, অবিলম্বে চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার এবং বকেয়া পরিশোধ না করলে পরিণতির দায় নিতে হবে কর্তৃপক্ষকেই।