
ছবিঃ সংগৃহীত
তেহরানের অস্থায়ী জুমার খতিব আয়াতোল্লাহ আহমদ খাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল নতুন কোনো আগ্রাসন চালালে, তার পাল্টা জবাব হবে ভয়াবহ ও চূড়ান্ত।
শুক্রবার (১ আগস্ট) তেহরানে এক ধর্মীয় সমাবেশে বক্তব্যকালে তিনি বলেন, “ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, ভবিষ্যতেও করবে না। তবে কোনো আগ্রাসন হলে উপযুক্ত জবাব দেবে।”
তিনি সাফ জানিয়ে দেন, “ইসরায়েল যদি আবার ইরানের ওপর হামলা চালায়, তাহলে তেলআবিব এক ‘ভুতুড়ে শহরে’ পরিণত হবে।”
আয়াতোল্লাহ খাতামি আরও বলেন, ১২ দিনব্যাপী ইসরায়েলি আগ্রাসন ও গাজার অনাহারে থাকা নারী-শিশুদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পশ্চিমা লিবারেল গণতন্ত্রের মুখোশ খুলে গেছে এবং বিশ্বজুড়ে তা অপমানিত হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোতে টানা ১২ দিন ব্যাপক হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান এলাকার তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।
এই আগ্রাসনের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারস্পেস ইউনিট “অপারেশন ট্রু প্রমিস থ্রি”-এর অংশ হিসেবে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এছাড়াও, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি ‘আল-উদেইদ’-এ একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
শেষ পর্যন্ত ২৪ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের ইতি ঘটে।
ইমরান