
ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। বিমানে প্যানিক অ্যাটাকে ভুগতে থাকা এক যাত্রীকে চড় মেরেছেন অপর এক যাত্রী।
ঘটনাটি শুক্রবার দুপুরে ঘটেছে এবং সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিমানে থাকা এক যাত্রী হঠাৎ অত্যন্ত আতঙ্কিত হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করেন।
তাঁকে শান্ত করার জন্য এগিয়ে আসেন বিমানকর্মীরা এবং তাঁকে বিমান থেকে নামাতে প্রস্তুতি নিচ্ছিলেন।
ঠিক তখনই সিটে বসা আরেক যাত্রী হঠাৎ উঠে ওই আতঙ্কিত ব্যক্তিকে সজোরে চড় মারেন।
ঘটনার ভিডিওতে দেখা যায়, এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, “আপনি তাকে মারলেন কেন?”
উত্তরে অভিযুক্ত যাত্রী বলেন, “তার জন্য আমরা সমস্যায় পড়েছি।”
তখন ভিডিও করছিলেন যাত্রীটি পাল্টা বলেন, “হ্যাঁ, আমরা সবাই সমস্যায় আছি। তাই বলে আপনি তাকে মারতে পারেন না!
তাঁর প্যানিক অ্যাটাক হচ্ছে, তাঁকে দয়া করে পানি দিন।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর বিমানকর্মীরা এবং পাইলট অভিযুক্ত যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দিতে নির্দেশ দেন।
পরবর্তীতে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত। সংশ্লিষ্ট যাত্রীর আচরণ গ্রহণযোগ্য নয়। তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়।
অনেকেই চড় মারা যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বিমানের অন্য যাত্রীর মানবিকতার প্রশংসা করেন, যিনি আক্রান্ত যাত্রীর পাশে দাঁড়িয়েছিলেন।
মিমিয়া