
ছবি: সংগৃহীত
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হয়েছেন মার্কিন নাগরিক খামিস আয়াদ (৪০)। তিনি শিকাগোর সাবেক বাসিন্দা এবং পাঁচ সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে রামাল্লাহর উত্তরে সিলওয়াদ শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ইসরায়েলি বসতিবাসীরা তার বাড়ির সামনে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে গেলে ইসরায়েলি সেনারা এসে তার দিকে টিয়ার গ্যাস ছোড়ে। ধারণা করা হচ্ছে, আগুন এবং গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান।
শুক্রবার নিহতের পরিবার নিশ্চিত করে যে খামিস একজন মার্কিন নাগরিক ছিলেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে আহ্বান জানান। শিকাগোতে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)-এর প্রতিনিধি উইলিয়াম আসফুর একে "হত্যাকাণ্ড" বলে আখ্যায়িত করেন এবং জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে তদন্ত দাবি করেন।
জুলাই মাসেই ইসরায়েলি স্থাপনকারীরা আরেক মার্কিন নাগরিক, ২০ বছর বয়সী সাইফুল্লাহ মুসাল্লাতকে পাশের শহর সিনজিলে পিটিয়ে হত্যা করেছিল। তবে আজ পর্যন্ত সেই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ২০২২ সাল থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনা ও বসতিবাসীদের হাতে ১০ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন, কিন্তু কোনো ঘটনায় বিচার হয়নি।
ইসরায়েলি সেনা ও স্থাপনকারীরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গ্রাম দখল করছে এবং তাদের উচ্ছেদ করছে। ইসরায়েলি পার্লামেন্ট সম্প্রতি পশ্চিম তীর দখলের একটি প্রস্তাব পাশ করেছে। সেই প্রেক্ষিতে দুই ইসরায়েলি মন্ত্রী একে "সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সুযোগ" বলে মন্তব্য করেন।
নিহত আয়াদের মৃত্যুর পাশাপাশি ১৬ বছর বয়সী মার্কিন কিশোর মোহাম্মদ ইব্রাহিমকেও ইসরায়েলি বাহিনী গ্রেফতার করে বিনা বিচারে আটকে রেখেছে ফেব্রুয়ারি থেকে। তার পরিবার বলছে, সে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং ত্বকের সংক্রমণে ভুগছে।
মুমু ২