ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত

পেজেশকিয়ানের পাকিস্তান সফর দুই দেশের সম্পর্ক জোরদারের প্রতীক

প্রকাশিত: ১৪:৩৮, ২ আগস্ট ২০২৫; আপডেট: ১৪:৩৯, ২ আগস্ট ২০২৫

পেজেশকিয়ানের পাকিস্তান সফর দুই দেশের সম্পর্ক জোরদারের প্রতীক

ছবি: সংগৃহীত।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি-মোগাদ্দাম জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আসন্ন পাকিস্তান সফর ইরান-পাকিস্তান সম্পর্ক আরও দৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে। এই সফরের মাধ্যমে মুসলিম বিশ্বের অভিন্ন সাংস্কৃতিক বন্ধন ও ঐতিহ্য আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ইরান সরকারের বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফরের মূল উদ্দেশ্য হল দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা।

তিনি বলেন, ইরানের জনগণ ১২ দিনের যে যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হয়েছিল, সেই সময় তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়েছেন। এই সংগ্রামে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সেয়্যেদ আলী খামেনেয়ীর দিকনির্দেশনায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণও একসঙ্গে রুখে দাঁড়ায়।

রাষ্ট্রদূত আরও জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তান সফরকালে দেশটির সরকার ও জনগণকে মুসলিম বিশ্বের প্রতি তাদের অব্যাহত সমর্থন এবং আন্তর্জাতিক পরিসরে ইরানের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাবেন।

সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান উপমহাদেশের প্রখ্যাত কবি ও দার্শনিক মোহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন বলে জানানো হয়েছে। এছাড়াও তিনি পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

সফরে ইরান ও পাকিস্তানের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, সাংস্কৃতিক বিনিময়, কাস্টমস, মাননিয়ন্ত্রণ, সীমান্ত সহযোগিতা ও পর্যটন-এমন একাধিক খাতে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত আমিরি-মোগাদ্দাম আরও জানান, ইসলামাবাদ সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কর্মসূচিতে পাকিস্তানি বিশিষ্টজন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভাও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে ইরান ও পাকিস্তান একযোগে ইসলামি মূল্যবোধ রক্ষায় এবং নিপীড়িতদের, বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হয়ে কাজ করে যাচ্ছে।

সূত্র: ইরনা।

মিরাজ খান

×