
ছবিঃ সংগৃহীত
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন শহরে হঠাৎ করে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। গত দশদিন ধরে একের পর এক অজানা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ইসরায়েলি দখলদারিত্বকৃত এলাকায় ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করেছে বলে দাবি করছে স্থানীয় বাসিন্দারা ও কিছু ইহুদি গণমাধ্যম।
বিভিন্ন শহরে একযোগে বিস্ফোরণ, আগুন এবং বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো ইসরায়েলি কর্তৃপক্ষ দিতে পারেনি, যা তাদের এই সংকট মোকাবিলায় দুর্বলতা প্রকাশ করে।
ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি ও ফায়ার সার্ভিস বিভাগ এসব ঘটনার জন্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ কেন্দ্রে ত্রুটিকে দায়ী করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় সংবাদসূত্রের তথ্য অনুযায়ী, এই বিদ্যুৎজনিত সমস্যা থেকে শুরু হওয়া বিস্ফোরণ ও আগুন বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি—যেমন: এসি, লিথিয়াম ব্যাটারি, বাড়ির পাওয়ার স্টেশন ও ট্রান্সফরমারে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে, যার ফলে বসতিগুলোর মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
একজন বিদ্যুৎ বিশেষজ্ঞ জানান, এইসব ঘটনার পেছনে রয়েছে মিউনিসিপাল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন সিস্টেমের গুরুতর বিপর্যয়। বিশেষ করে তীব্র ভোল্টেজ ওঠানামা ও অতিভোল্টেজের কারণে যন্ত্রপাতি বিকল হয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি জটিল হওয়ায় বিদ্যুৎ কোম্পানির বিশেষজ্ঞরা এখনো ঘটনার মূল কারণ শনাক্ত করতে পারেননি। তবে তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।
এই পরিস্থিতি স্পষ্ট করছে, দখলকৃত ভূখণ্ডে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং জীবনযাত্রা চরমভাবে হুমকির মুখে পড়েছে। কর্তৃপক্ষের দায়সারা ব্যাখ্যা এবং ব্যবস্থাপনায় দুর্বলতা এই সংকটকে আরও ঘনীভূত করছে।
সূত্রঃ তাস্নিম নিউজ এজেন্সি
ইমরান