
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকিকে কেন্দ্র করে রাশিয়ার আশেপাশে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের হুমকিমূলক মন্তব্যকে তিনি গুরুত্বের সঙ্গেই নিয়েছেন।
পোস্টে ট্রাম্প লেখেন, “এই ধরনের উসকানিমূলক ও বোকামিপূর্ণ মন্তব্য শুধু কথার কথা নাও হতে পারে এই বিবেচনায় আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছি।”
মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যেন ভুলে না যায়, সোভিয়েত যুগের ‘শেষ অস্ত্র প্রয়োগের সক্ষমতা’ এখনো মস্কোর হাতে আছে।
এই মন্তব্যের পরপরই ট্রাম্পের তরফে আসে জবাব, যা বিশ্ব রাজনীতির উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নতুন করে আলোড়ন তুলেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে ওয়াশিংটনের একপ্রকার ‘সিগন্যালিং’ হিসেবেই দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যদিও এটি সরাসরি সংঘর্ষের সূচনা নয়, তবে এর মাধ্যমে ট্রাম্প মূলত রাশিয়ার প্রতি কড়া বার্তা দিয়েছেন যে, হুমকির ভাষা বরদাস্ত করা হবে না।
বর্তমানে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। এই প্রেক্ষাপটে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে।
সূত্র:https://tinyurl.com/y2stsdrx
আফরোজা