
ছবি: সংগৃহীত
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘ডেড হ্যান্ড’ সম্পর্কিত হুমকির প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা দিয়েছেন যে, তিনি দুটি পারমাণবিক সাবমেরিন ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, “আমি দুটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি, যদি এই উসকানিমূলক বক্তব্যগুলো শুধুই কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে।”
তিনি আরও লেখেন, “শব্দের গুরুত্ব অপরিসীম এবং কখনো কখনো তা অনিচ্ছাকৃত ভয়াবহ ঘটনার জন্ম দিতে পারে। আশা করি, এবার সেটি ঘটবে না।”
এই বক্তব্য ছিল মূলত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। মেদভেদেভ এক টেলিগ্রাম পোস্টে ট্রাম্পের ‘ডেড ইকোনমিস’ (মৃত অর্থনীতি) সংক্রান্ত মন্তব্য নিয়ে ব্যঙ্গ করে বলেন, “উনি যেন তাঁর প্রিয় ‘ওয়াকিং ডেড’ সিনেমার কথা মনে রাখেন। আর ভুলেও যেন ‘ডেড হ্যান্ড’-এর মতো কিছু নিয়ে খেলা না করেন।”
‘ডেড হ্যান্ড’ বা ‘পেরিমিটার’ হল সোভিয়েত আমলের একটি স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থা, যা নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এটি এমন এক বিপজ্জনক ব্যবস্থার প্রতীক, যা আত্মঘাতী প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।
ট্রাম্প এ ঘটনাকে ঘিরে মেদভেদেভকে কটাক্ষ করে বলেন, “রাশিয়া ও আমেরিকার মধ্যে প্রায় কোনো বাণিজ্য নেই। এটা যেন এমনই থাকে। সেই ব্যর্থ প্রেসিডেন্ট মেদভেদেভ যেন বুঝে শুনে কথা বলেন। সে এখন এমন এক জায়গায় প্রবেশ করছে, যা খুবই বিপজ্জনক।”
তাছাড়া গত মঙ্গলবার ট্রাম্প রাশিয়াকে একটি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ১০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত না হলে, রাশিয়া এবং তার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে। পূর্বে এই সময়সীমা ছিল ৫০ দিন।
রাশিয়া এখনও ট্রাম্পের এই সময়সীমা মানার কোনো ইঙ্গিত দেয়নি।
মুমু ২