ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ছয় মাস গাড়ি চালাতে পারবেন না এমা ওয়াটসন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২ আগস্ট ২০২৫

ছয় মাস গাড়ি চালাতে পারবেন না এমা ওয়াটসন!

ছবি: সংগৃহীত

জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ 'হ্যারি পটার'-এ হারমায়োনি গ্রেঞ্জারের ভূমিকায় বিশ্বখ্যাতি পাওয়া অভিনেত্রী এমা ওয়াটসনকে যুক্তরাজ্যে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করা হয়েছে।
৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী এবং সমাজকর্মী গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে তার নীল রঙের অডি গাড়ি দিয়ে ঘণ্টায় ৩০ মাইলের জায়গায় ৩৮ মাইল গতিতে চালান। এর ফলে তার বিরুদ্ধে গতিসীমা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

এমা ওয়াটসন নিজে আদালতে উপস্থিত ছিলেন না। বুধবার হাই উইকাম ম্যাজিস্ট্রেট আদালতে তার মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং তাকে £১,০৪৪ (প্রায় ১,৪০০ ডলার) জরিমানা করা হয়। একইসঙ্গে তার ড্রাইভিং লাইসেন্সে অতিরিক্ত তিনটি পয়েন্ট যোগ করে তাকে ছয় মাসের জন্য গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়, যা যুক্তরাজ্যের আইনে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য।

এমা ওয়াটসনের মামলার পরপরই আদালতে হাজির হন তার সহ-অভিনেত্রী জোয়ি ওয়ানামেকার, যিনি 'হ্যারি পটার'-এর প্রথম চলচ্চিত্রে কুইডিচ রেফারি ম্যাডাম হুচের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনিও গত বছর আগস্টে বার্কশায়ারে ৪০ মাইল সীমায় ৪৬ মাইল গতিতে গাড়ি চালানোর অপরাধে একই রকম শাস্তির মুখোমুখি হন।

দুই অভিনেত্রীর ড্রাইভিং লাইসেন্সেই এর আগে নয়টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন এই তিনটি পয়েন্ট যুক্ত হওয়ায় তারা স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞায় পড়েছেন।

এমা ওয়াটসনের মুখপাত্র সিএনএন-কে এখনও কোনো মন্তব্য দেননি। জোয়ি ওয়ানামেকারের পক্ষ থেকেও মন্তব্য এড়িয়ে যাওয়া হয়েছে।

তবে কাকতালীয়ভাবে ‘হগওয়ার্টস’-এর দুই সাবেক তারকার একই সময়ে একই ধরনের অপরাধে ড্রাইভিং নিষিদ্ধ হওয়া সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

হ্যারি পটার সিরিজ শেষ হওয়ার পর এমা ওয়াটসন চলচ্চিত্র, শিক্ষা এবং নারী অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও গ্রেটা গারউইগের ‘লিটল ওম্যান’ চলচ্চিত্রে অভিনয় করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন।

মুমু ২

×