ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বাজিগরের বাজিমাত: ৩৩ বছর পর শাহরুখ খানের হাতে জাতীয় পুরস্কার

প্রকাশিত: ০১:৩১, ২ আগস্ট ২০২৫

বাজিগরের বাজিমাত: ৩৩ বছর পর শাহরুখ খানের হাতে জাতীয় পুরস্কার

৩৩ বছরের দীর্ঘ অভিনয়জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার জিতে নিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান উঠল তাঁর মাথায়। 

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’-র মতো পরপর ব্লকবাস্টার ছবি দিয়ে আবার প্রমাণ করেন, তিনি এখনো সিনেমার মঞ্চে অপ্রতিদ্বন্দ্বী। কেরিয়ারের শেষের কথা যখন উঠছিল, তখনই ফিরেছিলেন নতুন রূপে।

৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরে এই পুরস্কার তাঁর হাতে আসেনি। একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতে নিয়ে শাহরুখ খান বলেছিলেন, তিনি কখনও জাতীয় পুরস্কার পাননি। অন্যান্য পুরস্কার ও মানুষের ভালবাসাই তাঁর কাছে বড় প্রাপ্তী। আর আজ, অর্থাৎ ১ অগাস্ট ২০২৫, শাহরুখ খানের নাম উঠে এল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকায়।

দিল্লি থেকে মুম্বই এসে কেবল স্বপ্ন আর সাহস নিয়ে শুরু হয়েছিল যাত্রা। ‘সার্কাস’ থেকে ‘বাজিগর’ হয়ে আজকের শাহরুখ। জাতীয় পুরস্কার হয়তো একটু দেরিতে এল, কিন্তু আসলেই এল জয়ীর মুকুটে নতুন পালক হয়ে।

 

রাজু

×