ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ব্রিটিশ অভিনেত্রী রোসা আর নেই

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ১ আগস্ট ২০২৫

ব্রিটিশ অভিনেত্রী রোসা আর নেই

.

ব্রিটিশ অভিনেত্রী রোসা টেলর। থিয়েটারে পা রেখেই নিজের প্রতিভা দিয়ে সবার নজর কাড়ছিলেন। কিন্তু সবকিছু থেমে গেল একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। মাত্র ১৯ বছর বয়সে থেমে গেল তরুণ এ অভিনেত্রীর পথচলা। করশাম শহরের একটি লাইব্রেরিতে শিশুদের জন্য মঞ্চনাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এই উঠতি অভিনেত্রী। তার এমন আকস্মিক মৃত্যু শোকের ছায়া ফেলেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে। বিবিসির খবর অনুযায়ী ২৪ জুলাই স্থানীয় সময় বেলা দেড়টায় ইংল্যান্ডের উইল্টশায়ারের করশাম শহরে এ৪ ও বি৩১০৯ সড়কের সংযোগস্থলে একটি যাত্রী বহনকারী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রোসা। তিনি সেদিন করশাম লাইব্রেরিতে শিশুদের জন্য একটি মঞ্চনাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছিলেন। উইল্টশায়ার পুলিশ জানিয়েছে, ট্রাকচালক দুর্ঘটনায় আহত হননি। তবে ঘটনার বিষয়ে যারা কিছু জানেন, তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।
রোসার শৈশব কেটেছে পশ্চিম ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মঞ্চের মানুষ। স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে নিয়মিত অভিনয় করতেন। পরে লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টসের সিক্সথ ফর্ম কলেজে ভর্তি হয়ে সংগীতনাট্যে পড়াশোনা করেন। 

প্যানেল

×