
গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় আকাশপথে ত্রাণ পাঠাতে যাচ্ছে ইতালি। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে জানিয়েছেন, ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীর সম্পদের মাধ্যমে গাজার সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার মিশনে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
তিনি বলেন, "আমি সেনাবাহিনী ও বিমান বাহিনীর সম্পদের অংশগ্রহণে একটি মিশনের অনুমোদন দিয়েছি, যাতে গাজার সাধারণ মানুষদের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিমান থেকে ফেলা যায়—যারা চলমান সংঘাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।"
তাজানি আরও জানান, ইতালির বিমান বাহিনী এই ত্রাণ কার্যক্রমে জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। বিশেষ কনটেইনারের মাধ্যমে জরুরি সামগ্রী গাজার ওপর ফেলা হবে।
প্রথম দফার ত্রাণ সহায়তা ৯ আগস্টের মধ্যেই শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞদের মতে, গাজা বর্তমানে দুর্ভিক্ষের মুখোমুখি, এবং সময়ের সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
এর আগে, শুক্রবার স্পেন জানায় যে, তারা গাজায় ১২ টন খাদ্যসামগ্রী বিমান থেকে ফেলেছে। এ পদক্ষেপের মধ্য দিয়ে স্পেন যুক্ত হলো যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে, যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সহযোগিতায় গাজায় আকাশপথে জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে।
ইতালি এই উদ্যোগে অংশ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বশেষ যোগ দেওয়া দেশ হিসেবে গাজাবাসীর পাশে দাঁড়াল।
সজিব