ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সালমানের ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে রাজনীতিতে যোগদানের গুঞ্জন, পরে মিলল আসল তথ্য

প্রকাশিত: ২০:৫৪, ১ আগস্ট ২০২৫; আপডেট: ২০:৫৭, ১ আগস্ট ২০২৫

সালমানের ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে রাজনীতিতে যোগদানের গুঞ্জন, পরে মিলল আসল তথ্য

মহারাষ্ট্রের আসন্ন বিএমসি নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বলিউড সুপারস্টার সালমান খানের একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে শুরু হয় নতুন জল্পনা—তিনি কি রাজনীতিতে নামছেন?

স্টোরিতে সালমানের হাতে থাকা বিখ্যাত নীল ব্রেসলেট দেখে ভক্তরা তাকে শনাক্ত করেন। রাজনীতিবিদদের মতো হাতজোড় করে দাঁড়িয়ে থাকা সেই অ্যানিমেটেড ছবিতে লেখা ছিল, ‘দেখা হবে নতুন ময়দানে।’

জল্পনার অবসান ঘটে খুব দ্রুতই। জানা যায়, এটি ছিল সালমানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার অংশ। পরবর্তীতে জিও হটস্টার প্রকাশিত টিজারে দেখা যায়, ছবির সেই লুকেই হাজির হয়েছেন সালমান।

ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করলেও শেষ পর্যন্ত এটি ছিল একটি চতুর মার্কেটিং কৌশল।

 

রাজু

×