ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা জারি করল যে ইউরোপীয় দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৬, ২ আগস্ট ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা জারি করল যে ইউরোপীয় দেশ

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করল স্লোভেনিয়া। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং মানবিক সহায়তা অবরোধের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব সরকারের এক বৈঠক শেষে ঘোষণা দেন, “স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি এবং পরিবহনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করছে।”

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতানৈক্যের কারণে যখন কেউ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, তখন একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমরা নিজেরা উদ্যোগ নিচ্ছি।”

স্লোভেনিয়া জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে সামরিক অস্ত্র বা সরঞ্জাম রপ্তানির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।

এর আগে জুলাই মাসের শুরুতে স্লোভেনিয়া দুইজন ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করে। তারা ওই দুই মন্ত্রীকে “persona non grata” ঘোষণা করে জানায়, এই মন্ত্রীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক মন্তব্য’ এবং ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘনে’ ইন্ধন দিচ্ছেন।

২০২৪ সালের জুনে, স্লোভেনিয়ার পার্লামেন্ট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর আগে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন একই ধরনের স্বীকৃতি দিয়েছিল।

সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইতিবাচক ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল এই স্বীকৃতিগুলোকে হামাসের ৭ অক্টোবরের হামলার “পুরস্কার” হিসেবে আখ্যা দিয়েছে।

প্রসঙ্গত, প্রায় ২২ মাস ধরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলছে, যা জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ‘গণহত্যার মতো অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং মানবিক সহায়তা অবরোধের কারণে লাখো মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন।

এদিকে দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগ দায়ের করেছে। তবে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

মুমু ২

×