ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জামায়াতে আমীরের বাইপাস সার্জারি

প্রকাশিত: ১৪:৪৭, ২ আগস্ট ২০২৫

সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জামায়াতে আমীরের বাইপাস সার্জারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। এ মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ।

আজ দুপুরে টার ফেসবুক থেকে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়। 

সকলের কাছে দোয়া চেয়ে লিখেন, "অপারেশনটা খুব ভালো হয়েছে। উনার পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে মহান আল্লাহর দরবারে একান্ত দো'য়ার অনুরোধ।"

সকাল সাড়ে ৮টায় জামায়াত আমিরের বাইপাস সার্জারি শুরু হয়। এ অস্ত্রোপচার পরিচালনা করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম। সার্জারি চলে বেলা ১২টা পর্যন্ত। পরে বেলা সাড়ে ১২টার দিকে দলের পক্ষ থেকেও তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার সুস্থতার কথা জানানো হয়। 

ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘জামায়াত আমির ইউনাইটেড বা ডা. জাহাঙ্গীর কবিরের কাছে অপারেশন করিয়েছেন, সেটা মুখ্য নয়। উনি বাংলাদেশে অপারেশন করিয়েছেন সেটাই মুখ্য। এর মাধ্যমে বাংলাদেশের উন্নত চিকিৎসা ব্যবস্থা যে রয়েছে, সেটির দৃষ্টান্ত স্থাপন হলো।’

সানজানা

×