ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনাকে আর দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না: দুলু

প্রকাশিত: ২১:০১, ১ আগস্ট ২০২৫

শেখ হাসিনাকে আর দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কখনও শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না এই দেশের মানুষ। গত ১৫ বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করে যেভাবে দেশটাকে ধ্বংস করেছেন, তা মানুষ ভুলে যায়নি। যতই ষড়যন্ত্র হোক, ভার্চুয়ালি মিটিং হোক বা আন্তর্জাতিক তৎপরতা থাকুক বাংলার জনগণ আর সেই সুযোগ ফিরিয়ে দেবে না।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের মোমিনপুর কলেজ মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। 'জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায়' এই জনসভাটি অনুষ্ঠিত হয়।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে দুলু বলেন, “যেভাবে আমরা সবাই একজোট হয়ে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশকে মুক্ত করেছি, তেমনি এখন আবার এক হতে হবে যাতে নতুন কোনো চক্রান্ত মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন আর কোনোদিন এই দেশের রাজনীতিতে ঠাঁই না পায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।”

আফরোজা

×