
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পুরনো এক গ্রেপ্তারের ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা মাত্র একটি লাইন “তখন এত বেশি কষ্ট দিয়েছে বলেই আরো বেশি বিপ্লবী হয়েছি” নতুন করে নাড়া দিয়েছে বিগত সরকারবিরোধী আন্দোলনের স্মৃতিকে।
ছবিটিতে দেখা যায়, পুলিশের হাতে গ্রেপ্তার রবিউল ইসলাম নয়নকে আদালত প্রাঙ্গণে নেওয়া হচ্ছে। তাঁর পুরো বাম পা ঢাকা প্লাস্টারে যা তৎকালীন সহিংস রাজনৈতিক প্রেক্ষাপটের এক নীরব সাক্ষী।
বিগত দমন-পীড়নের সময় রাজপথে সরব থাকা নয়ন ছিলেন যুবদলের আন্দোলনের অন্যতম সাহসী মুখ। তাঁর এই সংক্ষিপ্ত পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, সমর্থকদের মাঝে তৈরি করে আবেগঘন প্রতিক্রিয়া। ছবিটি শুধু একটি ব্যক্তিগত ঘটনার স্মৃতি নয়, বরং এক প্রজন্মের আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
দলীয় রাজনীতিতে রবিউল ইসলাম নয়নের ভূমিকা বরাবরই সক্রিয়। যুবদলের আন্দোলনের ফ্রন্টলাইনে থাকা এই নেতার পোস্টটি যেন অতীতের দুঃসাহসিক দিনের এক জীবন্ত দলিল। তাঁর অভিব্যক্তির মধ্যে শুধু ব্যক্তিগত আঘাতই নয়, প্রতিফলিত হয়েছে রাজনৈতিক সংগ্রামে লড়াই করে টিকে থাকার অঙ্গীকারও।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নয়নের এমন পোস্ট নেতাকর্মীদের মাঝে আবারও নতুন করে আন্দোলনের প্রেরণা জোগাচ্ছে।
আফরোজা