ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

প্রকাশিত: ২২:০০, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ২২:০০, ৩১ জুলাই ২০২৫

আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

ছবি: সংগৃহীত।

আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রবর্তিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির (Automatic Pricing Formula) আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লক্ষ্য—ভোক্তাপর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা।

নির্ধারিত দামে আগস্ট মাসে নিচের হারে তেল বিক্রি হবে:

  • ডিজেল: প্রতি লিটার ১০২ টাকা

  • কেরোসিন: প্রতি লিটার ১১৪ টাকা

  • অকটেন: প্রতি লিটার ১২২ টাকা

  • পেট্রোল: প্রতি লিটার ১১৮ টাকা

এই দাম ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়।

নুসরাত

×