ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

৭০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, কার্যকর ৭ আগস্ট

প্রকাশিত: ১৪:২৮, ১ আগস্ট ২০২৫

৭০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, কার্যকর ৭ আগস্ট

ছবি:সংগৃহীত

নানা আলোচনা ও কূটনৈতিক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ৭০টি দেশের ওপর নতুন শুল্ক নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

নতুন ঘোষণায় বাংলাদেশের জন্য আমদানি শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে ওয়াশিংটন। তবে আগে থেকেই খাতভিত্তিক যুক্ত থাকা অতিরিক্ত ১৫ শতাংশ শুল্ক বহাল থাকায় সব মিলিয়ে মোট শুল্কের হার দাঁড়াবে ৩৫ শতাংশে।

এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (৩১ জুলাই) একটি সরকারি নথির মাধ্যমে প্রকাশ করে হোয়াইট হাউস। নতুন শুল্ক হার আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হবে কানাডা ছাড়া সব দেশের জন্য। শুধুমাত্র কানাডার জন্য বাড়তি ৩৫ শতাংশ শুল্ক আজ থেকেই কার্যকর হয়েছে।

হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় রয়েছে এশিয়া, আফ্রিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাম। এই সিদ্ধান্ত নেওয়ার আগে গত এক মাসজুড়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রে গিয়ে তিন দফা বৈঠকে অংশ নেন প্রতিনিধিরা।

গত মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এরও আগে এপ্রিল মাসে ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত করা হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার বেশিরভাগই তৈরি পোশাক। এশিয়ার পোশাক রপ্তানিকারক প্রতিযোগী দেশগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও পাকিস্তান— যাদের পণ্যের ওপর নতুন শুল্ক হার ১৯ থেকে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ভারতের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই হিসাব অনুযায়ী, পোশাক রপ্তানিতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, “যারা আমাদের সরাসরি প্রতিযোগী, যেমন রেডিমেড গার্মেন্টস খাতে— তারা যে হারে শুল্কের মুখে পড়েছে, সেই তুলনায় আমরা এখন অনেকটাই সুবিধাজনক জায়গায় অবস্থান করছি।”

অন্যদিকে, লাওস ও মিয়ানমারের ওপর আরোপ করা হয়েছে ৪০ শতাংশ শুল্ক, ব্রাজিলের ক্ষেত্রে প্রথমে ৫০ শতাংশ নির্ধারণ করা হলেও তা পরে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আর সিরিয়া তালিকার শীর্ষে, যেখানে নতুন শুল্ক হার ৪১ শতাংশ।

তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ৭ আগস্টের আগে যেসব পণ্য জাহাজে তোলা হয়েছে বা ট্রানজিটে রয়েছে এবং ৫ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে— সেগুলো নতুন এই শুল্ক নীতির আওতামুক্ত থাকবে।
 

তথ্যসূত্রঃ https://youtu.be/nhwEMWGDmlc?si=exZIN5zZFFxpPPpH

 

মারিয়া

×