
ছবি : সংগৃহীত
‘এই মাসেও বেতন শেষ!’—এই বাক্যটা কি খুব চেনা মনে হয়? মাসের শুরুতে হাতে বেতন এলেও মাস শেষ হতে না হতেই খরচের খাতায় ফাঁকা হয়ে যায় মানিব্যাগ। অথচ কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই কিন্তু মাস শেষে হাতে রাখতে পারেন কিছু সঞ্চয়।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা আর কিছু ছোট কৌশল অবলম্বন করলেই মাস শেষে টাকা বাঁচানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে:
✅ ১. মাস শুরুর সাথেসাথে বাজেট তৈরি করুন
খরচ শুরু করার আগে মাসের সম্ভাব্য আয় ও ব্যয়ের একটি তালিকা করে ফেলুন। কোন খাতে কতটুকু খরচ করবেন, সেটা আগে থেকেই নির্ধারণ করলে অপ্রয়োজনীয় ব্যয় সহজে ঠেকানো যায়।
✅ ২. "প্রয়োজন" আর "চাহিদা"র পার্থক্য বুঝুন
অনেক সময় আমরা প্রয়োজন না থাকা সত্ত্বেও শুধু পছন্দের বশে কিছু জিনিস কিনে ফেলি। নিজের কাছে জিজ্ঞাসা করুন—"এটা কি সত্যিই দরকারি?" এই প্রশ্নটাই অনেক অপ্রয়োজনীয় খরচ ঠেকাবে।
✅ ৩. নগদ খরচে অভ্যস্ত হোন
ডেবিট/ক্রেডিট কার্ডে খরচ করলে আসল খরচের হিসাব থাকে না। বরং নগদ অর্থ নিয়ে বাজারে গেলে খরচের পরিমাণ বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
✅ ৪. একদিন 'নো স্পেন্ড ডে' পালন করুন
সপ্তাহে অন্তত একদিন এমন দিন রাখুন যেদিন এক টাকাও খরচ করবেন না। এতে শুধু অর্থ বাঁচবে না, খরচের প্রতি নিয়ন্ত্রণও তৈরি হবে।
✅ ৫. লোভনীয় অফার ও ডিসকাউন্টে ভুলবেন না
"১ কিনলে ১ ফ্রি", "৫০% ছাড়", এই সব অফারে আকৃষ্ট হয়ে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। এই ফাঁদ থেকে সাবধান থাকুন।
✅ ৬. ছোট ছোট সঞ্চয় চালু করুন
যেমন প্রতিদিন ৫০ টাকা করে আলাদা একটি সঞ্চয় বাক্সে রাখুন। মাস শেষে সেটা হবে ১৫০০ টাকা! ছোট শুরুই বড় সঞ্চয়ের ভিত্তি গড়ে দেয়।
✅ ৭. মোবাইল অ্যাপে ব্যয়ের হিসাব রাখুন
"Walnut", "Money Manager", "Goodbudget"–এই ধরনের অ্যাপ দিয়ে প্রতিদিনের খরচের হিসাব রাখতে পারেন। এতে কোথায় অতিরিক্ত খরচ হচ্ছে তা চোখে পড়ে সহজেই।
✅ ৮. বাহিরের খাবার কমান
রেস্টুরেন্টে খাওয়া মানেই বেশি খরচ। ঘরের খাবার খেলে খরচ যেমন কমে, তেমন স্বাস্থ্যও ভালো থাকে।
✅ ৯. পুরনো জিনিস দিয়ে নতুন কিছু করুন
পুরনো কাপড় বা জিনিস দিয়ে ঘর সাজাতে পারেন বা নতুনভাবে ব্যবহার করতে পারেন। এতে নতুন কেনার প্রয়োজন পড়ে না।
✅ ১০. বোনাস বা ইনকাম বাড়লে খরচ নয়, সঞ্চয় বাড়ান
অনেকেই ইনক্রিমেন্ট বা অতিরিক্ত আয় পেলে খরচ বাড়িয়ে দেন। বরং সেই অর্থের একটা অংশ সঞ্চয় বা ইনভেস্ট করুন।
মাস শেষে টাকা না থাকার সমস্যার জন্য সব সময় বেতন কম হওয়াটাই দায়ী নয়, বরং দায়ী হতে পারে খরচের অভ্যাস। তাই আজ থেকেই বদলে ফেলুন কিছু ছোট অভ্যাস—তাতেই আসবে বড় পরিবর্তন।
Mily