ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

জার্মান টিকটকার নোয়েল রবিনসকে আটক করলো ভারত পুলিশ

প্রকাশিত: ১২:১৬, ১ আগস্ট ২০২৫

জার্মান টিকটকার নোয়েল রবিনসকে আটক করলো ভারত পুলিশ

জার্মান টিকটকার নোয়েল রবিনসন, যিনি তার স্ট্রিট ডান্স ভিডিও এবং স্বতন্ত্র অ্যাফ্রো হেয়ারস্টাইলের জন্য পরিচিত, বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে একটি পারফরম্যান্সের সময় ভিড় জমে যাওয়ায় তাকে সাময়িকভাবে আটক করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে নাচের একটি দৃশ্য ভিডিও করতে গিয়ে সড়কে বেশ ভিড় জমে যায়। জনসুরক্ষার বিষয়টি মাথায় রেখে বেঙ্গালুরু পুলিশ তাকে প্রায় ১৫ মিনিটের জন্য থানায় নিয়ে যায়। পরে তাকে সতর্ক করে ও জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

নোয়েল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা তাকে গাড়িতে তুলছেন, আর সে সময় তার মাথা গাড়ির দরজার সঙ্গে ধাক্কা খাচ্ছে। পরে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘এই প্রথম পুলিশ স্টেশনে যেতে হলো! একটু ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল হয়তো জেলে পাঠাবে। কিন্তু ভাগ্যক্রমে সব ঠিক আছে। আমি নিরাপদে আছি এবং ভারতকে ভালোবাসি।’

ভক্তদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘বন্ধুরা চিন্তা কোরো না! এমন অভিজ্ঞতা যেকোনো দেশেই হতে পারে। এই ছোট একটা ঘটনার কারণে ভারতের প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না।’ 

সানজানা

×