
.
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও তেল কেনার জন্য জরিমানা আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এবার ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে ভারত। ইতোমধ্যেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে ভারতীয় কতৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় এফ-৩৫ বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই দুদেশের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছিল। তবে সম্প্রতি নয়াদিল্লি মার্কিন কর্মকর্তাদের জানিয়েছে, তারা এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার ট্রাম্পের শুল্ক ঘোষণায় নয়াদিল্লির কর্মকর্তারা হতবাক এবং হতাশ। এতে মোদি সরকার নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো প্রতিরক্ষা চুক্তি করার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলেছে। তবে যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস, যোগাযোগ সরঞ্জাম এবং সোনা আমদানি সম্প্রসারণের কথাও বিবেচনা করছে দেশটি। এদিকে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ যাবতকালে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সরকার ভারতে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম ডিজাইন এবং উৎপাদনের ওপর জোর দিয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিনের তৈরি এই এফ-৩৫বি প্রকৃতপক্ষে একটি মাল্টিরোল যুদ্ধবিমান।
প্যানেল