
ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় আটকে রাখা ইসরায়েলি-জার্মান তরুণ রম ব্রাসলাভস্কির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২১ বছর বয়সী রম নিজেকে পরিচয় দিচ্ছেন এবং ইসরায়েল সরকারকে মুক্তির অনুরোধ করছেন।
ভিডিওতে রমকে মাটিতে শুয়ে থাকতে দেখা যায়, তার চেহারা ফ্যাকাশে ও দুর্বল। তিনি গাজার ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষ পরিস্থিতি সম্পর্কিত খবর দেখছেন। এ ভিডিওটি ইসলামিক জিহাদের পক্ষ থেকে দ্বিতীয়বার প্রকাশ করা হলো। এর আগেও ১৬ এপ্রিল একটি ভিডিও প্রকাশ করেছিল তারা, যেখানে রম জানান, তিনি এমন এক অসুখে ভুগছেন যা তার পুরো শরীর জুড়ে চুলকানির সৃষ্টি করছে। সেই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে মুক্তির আবেদন জানিয়েছিলেন।
রম ব্রাসলাভস্কি ২০২৩ সালের অক্টোবরে গাজা থেকে অপহৃত হন। তিনি সেই সময় নোভা মিউজিক ফেস্টিভ্যালে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অপহরণের আগে অনেক উৎসবপ্রেমীকে রক্ষা করেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গাজা থেকে অপহৃত ২৫১ জনের মধ্যে এখনো ৪৯ জন সেখানে বন্দি রয়েছেন এবং এদের মধ্যে ২৭ জন ইতিমধ্যেই মারা গেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণত জিম্মিদের ভিডিও প্রকাশ করে না, যদি না পরিবারের অনুমতি থাকে। রমের পরিবার জানিয়েছে, “তারা রমকে মানসিকভাবে ভেঙে ফেলেছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও একসময় ভেঙে পড়ে।”
পরিবারের ভাষ্য অনুযায়ী, “রম আজ প্রতিটি জিম্মির প্রতীক। তাকে ও অন্যদের এখনই বাড়ি ফিরিয়ে আনা দরকার।”
রমের পরিবার আরও বলেছে, “মানুষ গাজার দুর্ভিক্ষ নিয়ে অনেক কথা বলছে। আমরা বলছি, তোমরা কি রমকে দেখেছো? সেখানে সে কোনো খাবার পায় না, কোনো ওষুধ পায় না। ও যেন ভুলেই গেছে পৃথিবী। আমরা সবাই এখন একসঙ্গে চিৎকার করছি—ওদের সবাইকে ফিরিয়ে আনো!”
গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দুই মাসের অস্ত্রবিরতির সময় ৩৩ জন জিম্মি ইসরায়েলে ফিরে আসে, যার মধ্যে ৮ জন মৃত অবস্থায় ছিলেন। বিনিময়ে ইসরায়েলি জেল থেকে প্রায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়।
মুমু ২