
ছবি: সংগৃহীত
গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আন্তর্জাতিক সহায়তা যেসব মানবিক উদ্দেশ্যে পাঠানো হয়, সেগুলো লুট করে নিচ্ছে হামাস।
সংবাদমাধ্যম এক্সিওস-কে শুক্রবার (১ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা গাজার মানুষকে সহায়তা করতে চাই। তারা যেন ভালোভাবে বাঁচতে পারে, আমরা সেটি চাই। আমরা তাদের খাওয়াতে চাই। এটি অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু হামাস এসব ত্রাণ চুরি করে নিয়ে যাচ্ছে।”
তবে ট্রাম্পের এই অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্রের কোনো নির্ভরযোগ্য সংস্থার সরাসরি প্রমাণ মেলেনি। বরং একটি সরকারি সংস্থা স্পষ্ট জানিয়েছে, হামাসের ত্রাণ চুরির কোনো প্রমাণ তাদের হাতে নেই।
ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ বর্তমানে গাজার রাফা সীমান্ত এলাকায় অবস্থান করছেন। বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণকেন্দ্র পরিদর্শনের পর তিনি গাজার বাস্তব চিত্র সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করবেন বলে জানিয়েছেন। যদিও ট্রাম্প বলেছেন, তিনি এখনো উইটকোফের কাছ থেকে বিস্তারিত কিছু শোনেননি।
এদিকে বৃহস্পতিবার এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, গাজায় আংশিক যুদ্ধবিরতির পরিবর্তে পূর্ণ যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে তেলআবিব। এ বিষয়ে ট্রাম্প বলেন, “আপনারা খুব শিগগিরই অনেক কিছু দেখতে পাবেন।”
আসিফ