ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:০৭, ২ আগস্ট ২০২৫; আপডেট: ১৬:০৬, ২ আগস্ট ২০২৫

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: দৈনিক জনকন্ঠ।

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ আগস্ট)  সকাল  দিকে ব্যাংকটির মিলনায়তনে ওই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংক জনসংযোগ ও প্রটোকল বিভাগ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের  পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এমন আয়োজন সত্যি অভূতপূর্ব ঘটনা। এই প্রতিযোগিতা শিশুদের বিকাশ ঘটেছ। 
আজ থেকে এক বছর আগে দেশের একটি বিশাল পরিবর্তন ঘটে। তারা দেশ প্রেমের নেশায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমরা তাদের স্মরণে এই আয়োজন প্রতি বছর অব্যাহত রাখতে চাই। 

তিনি বলেন, একটি চিত্র আকা মানে ইতিহাস গড়া, সব মিলিয়ে বাংলাদেশ কৃষি আজ একটি ইতিহাস গড়লো। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, মোহাঃ খালেদুজ্জামান, সিবিএ নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক নেতা বক্তব্য রাখেন।

প্রতিযোগিতায় আড়াই শতাধিকের বেশি শিশু-কিশোর অংশগ্রহণ করে। (ক) গ্রুপ থেকে-১৩৮ (খ) গ্রুপ থেকে ৮৮ (গ) গ্রুপ থেকে -৩৭ জন অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় শিশু-কিশোররা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ অনুসন্ধানে জুলাই বিপ্লবের স্মৃতি ফুটিয়ে তুলে। তারা জুলাই শহীদদের স্মৃতি, আন্দোলনের মুহূর্ত ও জাতীয় পতাকার ছবি অঙ্কন করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।

মিরাজ খান

×