ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

জুলাই মাসে রেমিট্যান্সে চমক, নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ১ আগস্ট ২০২৫

জুলাই মাসে রেমিট্যান্সে চমক, নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, জুলাই মাসের মাত্র ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২,৩৬৮ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাই মাসে রেমিট্যান্স ছিল ১,৭৯৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৩১ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে এটি এক অভাবনীয় প্রবৃদ্ধি।

এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরে (FY25) দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মোট ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬.৮০ শতাংশ, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে।

মুমু ২

×