
ছবি: সংগৃহীত
দেশে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশকে আরও সহজ, সেবামুখী ও ডিজিটাল করতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-র নেতৃত্বে চালু হচ্ছে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি)। এই পোর্টালটি চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে ১৩ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিডার বোর্ড সভায় এই উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
বিবিপি চালু হলে বিনিয়োগকারীদের আর আলাদা আলাদা সরকারি দপ্তর বা ওয়েবসাইট ঘুরতে হবে না। একক এই পোর্টালে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সব তথ্য, অনুমোদন, লাইসেন্স ও সেবা পাওয়া যাবে এক জায়গায়। বিডা জানিয়েছে, পোর্টালটি চালুর পরের তিন মাসের মধ্যে সব ম্যানুয়াল সেবা ডিজিটাল রূপে এতে যুক্ত করা হবে। এতে বিনিয়োগকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও ঝামেলাহীন হবে।
বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, দীর্ঘদিন ধরেই ওএসএস (ওয়ান স্টপ সার্ভিস) চালু থাকলেও বিনিয়োগকারীদের একাধিক ওয়েবসাইট ও ম্যানুয়াল প্রক্রিয়ায় যেতে হয়। নতুন এই পোর্টালে বিডা, বেপজা, বেজা, হাইটেক পার্ক অথরিটি ও বিসিকের ওএসএস একত্রিত করা হবে।
পোর্টালটি জাতীয় রাজস্ব বোর্ডের ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (NSW)’ ও অন্যান্য বিদ্যমান প্ল্যাটফর্মের সঙ্গে ইন্টারঅপারেবল করা হবে। এতে করে কাস্টমস, কর ও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কাজও সহজ হবে। বিনিয়োগ এলাকার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ, গ্যাস, বন্দর সংযোগ ইত্যাদি অবকাঠামোগত বিষয়েও এই পোর্টালের মাধ্যমে স্ট্র্যাটেজি নির্ধারণ করা হবে।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, “প্রায় সব দেশেই এখন এমন একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল রয়েছে যেমন: ইন্ডিয়ার ইনভেস্ট ইন্ডিয়া, সিঙ্গাপুরের এন্টারপ্রাইজ সিঙ্গাপুর বা ভিয়েতনামের ন্যাশনাল সিস্টেম। বাংলাদেশও সেই পথেই হাঁটছে।” পোর্টাল উন্নয়নে ইতিমধ্যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিডা চেয়ারম্যানের নেতৃত্বে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থার ফোকাল অফিসারদের সমন্বয়ে নিয়মিত পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হবে।
সংক্ষেপে:
- পোর্টাল চালু: ৩০ সেপ্টেম্বর
- লক্ষ্য: এক জায়গায় সব বিনিয়োগ সেবা
- তিন মাসে সব ম্যানুয়াল সেবা ডিজিটাল
- এনবিআর, ওএসএস, বেজা, বেপজা সব এক প্ল্যাটফর্মে
- বাজেট বরাদ্দ ও মনিটরিং কমিটি গঠন
দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে এটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী পদক্ষেপ।
আঁখি