
হিমালয়ের পাদদেশে অবস্থিত শান্তিপূর্ণ রাজ্য ভুটান, যেখানে 'গ্রস ন্যাশনাল হ্যাপিনেস' (GNH) শুধু দর্শন নয়, একটি জাতীয় উন্নয়ন নীতি। এবার সেই দর্শনের সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির নতুন যুগ ক্রিপ্টোকারেন্সি। বিশ্বের প্রথম জাতীয় পর্যটন ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করে ভুটান এখন স্মার্ট ও ক্যাশলেস ট্রাভেলের পথপ্রদর্শক।
২০২৫ সালের ৭ মে, ভুটান সরকার ও বিনান্স পে’র যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই সিস্টেম চালু হয়। এখন দেশটিতে ঘুরে বেড়াতে গিয়ে পর্যটকরা QR কোড স্ক্যান করে স্টেবলকয়েন, বিটকয়েন, ইথারিয়ামসহ ১০০টিরও বেশি ডিজিটাল অ্যাসেটে অনায়াসে লেনদেন করতে পারছেন।
ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হোক ক্যাশলেস সফর। থিম্পুর টাওয়ার ক্যাফেতে স্থানীয় কফি হাতে শুরু দিন। কফির দাম মেটান বিনান্স পে-তে। এরপর ভ্রমণ করুন ৫৪ মিটার উঁচু বুদ্ধা দোর্ডেনমা মূর্তির নিচে, যেখানে এমনকি যোগাসেশনের পারিশ্রমিকও নেওয়া হচ্ছে ক্রিপ্টোতে।
পুনাখা জং-এ প্রবেশের টিকিট, চিমি লাকাং মন্দিরে দান, আর কফি শপে লাঞ্চ সবই সম্ভব ক্রিপ্টো দিয়ে। বিটকয়েন কিংবা ইউএসডিসি স্ক্যান করলেই ঝামেলামুক্ত লেনদেন। টাইগারস নেস্ট পর্বতের ঢালে এক কাপ বাটার চা বা ঘরে তৈরি মোমো খেলেও পেমেন্ট করতে পারবেন Binance Pay দিয়ে। এমনকি স্থানীয় স্পা, লজ, গাইড ও ড্রাইভারকেও টিপস দিতে পারবেন ডিজিটালি।
ভুটানের চারটি GNH স্তম্ভ টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, সংস্কৃতি সংরক্ষণ ও সুশাসন এর সঙ্গে Binance Pay-এর দর্শনের মিল রয়েছে। এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম অর্থনৈতিক স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিকে উৎসাহ দেয়, যা ভুটানের আত্মনির্ভরশীলতার ধারণার সঙ্গে সাযুজ্যপূর্ণ। বিনান্স সিইও রিচার্ড টেং নিজে উপস্থিত থেকে বিশ্বজুড়ে ইনফ্লুয়েন্সারদের নিয়ে এই ডিজিটাল ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেন। এই সফর দেখিয়েছে ক্রিপ্টো দিয়ে বিশ্ব ভ্রমণ শুধু সম্ভবই নয়, এটি হতে পারে আরও স্বচ্ছ, নিরাপদ ও স্থায়ী।
কিভাবে ব্যবহার করবেন Binance Pay ভুটানে?
১. Binance অ্যাপে “Pay” অপশনে যান
২. পছন্দের ক্রিপ্টো সিলেক্ট করুন
৩. QR স্ক্যান করে লেনদেন সম্পন্ন করুন
ভুটান কোনো সাধারণ পর্যটন গন্তব্য নয়। এখানে ভ্রমণের অর্থ হলো ধীরে চলা, গভীরভাবে ভাবা এবং অন্তরে শান্তি খোঁজা। আর এখন, সেই অভিজ্ঞতা আরও আধুনিক, ক্যাশলেস ও প্রযুক্তিনির্ভর Binance Pay-এর মাধ্যমে।
আঁখি