
.
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আফ্রিকা সফরের পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে আজিজুল হাকিম তামিমের দল। শুক্রবার জিম্বাবুয়েকে তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। হারারেতে টাইগার যুবাদের সাঁড়াশি বোলিংয়ের মুখে ২৩.৩ ওভার মাত্র ৮৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ২ উইকেট হারিয়ে ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ে ফাইনাল নিশ্চিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকারও। চার ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ৬। রান রেটে আপাতত শীর্ষে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে জিততে পারেনি একটিও। ফাইনালের দুই দল চূড়ান্ত হলেও টুর্নামেন্টের প্রাথমিক পর্বে আরও এক রাউন্ডে দুটি করে ম্যাচ বাকি আছে সব দলেরই। ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের সঙ্গে তিনবার করে মুখোমুখি হবে। ফাইনাল ১০ আগস্ট।
আগের দিন দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের ধাক্কা সামলে এদিন বাংলাদেশ জয়ের পথ তৈরি করে ফেলে ম্যাচের প্রথম ভাগেই। জিম্বাবুয়ে গুটিয়ে যায় স্রেফ ৮৯ রানে। মূল স্ট্রাইক বোলারদের একজন আল ফাহাদ এদিন বিশ্রামে থাকলেও আরেকজন ইকবাল হোসেন ইমন ৪ উইকেট নিয়ে ভিত গড়ে দেন দলের জয়ের। ভালো বোলিং করেন অন্যরাও। টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে তৃতীয় ওভারে প্রথম উইকেট এনে দেন ইমন। আরেক ওপেনার ন্যাথানিয়ের লাবাঙ্গানা চেষ্টা করেন পাল্টা আক্রমণে জবাব দেওয়ার। কিন্তু তাকে বেশিদূর যেতে দেননি টুর্নামেন্টে প্রথম খেলতে নামা পেসার সানজিদ মজুমদার। ১৮ বলে ২৬ রান করে তিনি ধরা পড়েন কাভারে। সেটিই হয়ে থাকে দলের সর্বোচ্চ। আর কোনো ব্যাটসম্যান ২০ ছাড়াতে পারেননি। প্রথম স্পেলেই আরও দুটি উইকেট শিকার করেন ইমন। এর মধ্যে আছে সাবেক অলরাউন্ডার অ্যান্ডি ব্লিগনটের ছেলে কিয়ান ব্লিগনটের উইকেটও। কিয়ানের জমজ ভাই মাইকেল ব্লিগনটকে শূন্যতে ফেরান সানজিদ। উইকেট পতনের মিছিলের মধ্যে পাঁচে নেমে একটা প্রান্ত কিছুটা আগলে রেখেছিলেন ব্র্যান্ডন এনডিওয়েনি (২০)। তাকে ফেরানোসহ এক ওভারে দুটি উইকেট শিকার করেন লেগ স্পিনার স্বাধীন ইসলাম। শেষ ব্যাটসম্যানকে ফিরিয়ে চার উইকেট পূর্ণ করেন ইমন।
রান তাড়ায় ওপেনিংয়ে জাওয়াদ আবরারের পরিবর্তে রিফাত বেগের সঙ্গে ইনিংস শুরু করেন আজিজুল হাকিম। রিফাত বিদায় নেন প্রথম ওভারেই। তিনে নেমে কালাম সিদ্দিকি চারটি চারে ১৬ বলে ২০ রান করে আউট হয়ে যান। তৃতীয় উইকেটে আজিজুল ও রিজান ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে কাজ শেষ করে ফেরেন। ৬ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন আজিজুল, ২৬ বলে ২১ রানে অপরাজিত রিজান। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। তারই প্রস্তুতিস্বরূপ দক্ষিণ আফ্রিকার সফরের পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলছে আজিজুল হক তামিমের দল। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তারা জিতেছে ২-১ ব্যবধানে। এরপর ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ১ উইকেটে। পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় ৯১ রানে। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে পরের ম্যাচে হেরে গেছে ৫ উইকেটে।
প্যানেল