ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নির্দিষ্ট উইকেটের জন্য নয়, নিজেকে সব পরিবেশেই মানানসই মনে করেন মেহেদি

প্রকাশিত: ০৮:৫৭, ১ আগস্ট ২০২৫

নির্দিষ্ট উইকেটের জন্য নয়, নিজেকে সব পরিবেশেই মানানসই মনে করেন মেহেদি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের অলরাউন্ডার শেখ মেহেদি হাসান মনে করেন, তার বোলিং নির্দিষ্ট উইকেটের জন্য সীমাবদ্ধ নয়। বরং তিনি সবসময় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং একজন ক্রিকেটার হিসেবে উন্নতির পথে রয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি মেহেদি। তবে শেষ ম্যাচে মাঠে নেমে চার উইকেট শিকার করে দলের ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটি ছিল শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ১১ ওভার বল করে ৯৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস সিরিজ শেষে জানান, কোলম্বোর ম্যাচের জন্য মেহেদি আগে থেকেই পরিকল্পনায় ছিলেন, যা বোঝায় যে তাকে নির্দিষ্ট কন্ডিশনের জন্য ভাবা হয়। তবে মেহেদি তা মানতে নারাজ।

"বিদেশের মাঠে আমার পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে, আমি খুব খারাপ করিনি। আমি নিজেকে শুধু নির্দিষ্ট উইকেটের জন্য উপযোগী মনে করি না," বলেন মেহেদি।

তিনি জানান, খেলতে না পারলেও ড্রেসিংরুমে থেকে সতীর্থদের পর্যবেক্ষণ করে শেখার চেষ্টা করেন তিনি। "সিরিজের বাইরে থাকলে আমি নিজের প্রস্তুতির দিকে মন দেই। কাছ থেকে দেখলে বোঝা যায় কে কিভাবে চাপ সামলায়। তখন নিজে হলে কী করতাম, তা নিয়েও ভাবা যায়। আমি কখনোই অলস থাকি না," বলেন তিনি।

"আমার বাদ পড়ার কারণ আপনি আমিও জানি। সেটা নিয়ে কিছু বলার নেই। শেষ পর্যন্ত দলের স্বার্থই সবার আগে। যারা ফিট হবে, তারাই খেলবে। আমি যতবার ব্যর্থ হয়েছি, ততবার বাদ পড়েছি। আবার পারফর্ম করে দলে ফিরেছি। আমার জন্য বাদ পড়া-ফেরা নতুন কিছু না।"

মেহেদি স্বীকার করেন, নতুন বলে তার বোলিং আগের মতো ধারালো নয়। "নতুন বলে আমার বোলিংয়ের ধার আগের মতো নেই। ঢাকা লিগে আমি নতুন বলে বল করিনি, তার প্রভাব পড়েছে। তবে আমি মানিয়ে নিয়েছি এবং সেটা নিয়ে খুশি।"

তবে তিনি চান, প্রতিদিন উন্নতি হোক তার পারফরম্যান্সে। "আমি সেরা নতুন বলের বোলার হতে চাই না। আমি শুধু উন্নতি করতে চাই। পাওয়ার প্লেতে বল করতে ভালো লাগে, আর আমি এখন অভিজ্ঞ হয়ে উঠেছি এই কাজের জন্য।"

ব্যাটিং নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছেন মেহেদি। "ছয় নম্বরে ব্যাট করতে হলে ভালো প্রস্তুতি দরকার। এখন দল প্রায়ই ব্যাটিং বিপর্যয়ে পড়ে, ফলে আমাকে আগেই নামতে হচ্ছে। টি-টোয়েন্টিতে সাধারণত ৫ ওভারের জন্য প্রস্তুতি রাখি। কিন্তু যদি আগে যেতে হয়, তাহলে নতুন বলে মানিয়ে নিতে হয়।"

তিনি চান, অনুশীলনের সময়ও যেন নতুন বলে ব্যাট করার সুযোগ পান। "নেটে সাধারণত ওপেনাররাই নতুন বলে ব্যাট করে। কিন্তু আমাদের যারা মিডল বা লোয়ার-মিডলে খেলি, তাদেরও দুই ওভার হলেও নতুন বলে ব্যাট করার সুযোগ দেওয়া উচিত। এতে করে হঠাৎ আগে নামতে হলেও মানিয়ে নিতে সুবিধা হয়।"

তিনি বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে রেখে ভালো মানের পিচে প্রস্তুতি নেওয়া জরুরি। "ভালো উইকেটের ওপর প্রস্তুতি নেওয়া খুব দরকার। আইসিসি ইভেন্টে পিচ থাকে ভালো। তখন ছোট ভুলই বড় খেসারত দিতে হয়।"

মিরপুরের পিচ প্রসঙ্গে বলেন, "আমরা জানি এখানে কী হয়—আচমকা বল লাফ দেয়। তবে চট্টগ্রাম, সিলেট বা অন্য কোথাও ভালো উইকেটে অনুশীলন করতে পারি।"

নোভা

×