
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স
রোহিত শর্মা-বিরাট কোহলি যুগের পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে শুভমান গিলের যুগ। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ডের মতো কঠিন সফরে অনেকেই তরুণ এই ব্যাটারকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আলোচিত অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফির সিরিজের শুরু থেকেই নিজের জাত চিনিয়েছেন পাঞ্জাব থেকে উঠে আসা ২৫ বছর বয়সী উইলোবাজ। সেঞ্চুরি আর রানের বন্যায় ভেঙে দিতে থাকেন একের পর এক রেকর্ড। ওভালে চলছে পঞ্চম ও শেষ টেস্ট। ২-১এ পিছিয়ে থাকা সিরিজটি হারতে না চাইলে এখানে জিততেই হবে সফরকারীদের। কি হয়, সময়েই মিলবে সেই উত্তর।
তবে বৃহস্পতিবার প্রথম দিন লাঞ্চের আগেই দু-দুটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন গিল। ব্যক্তিগত ১৫ রানের পথে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সকে ছাড়িয়ে সেনা দেশগুলোতে ((দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ড। আরেকটি রেকর্ডে পেছনে ফেলেছেন পূর্বসূরি গ্রেট সুলিন গাভাস্কারকে।
সিরিজের প্রথম চার টেস্টে ৭২২ রান করা গিল এদিন প্রথম রেকর্ডটি ভেঙেছেন নিজের প্রথম স্কোরিং শটে। সেনা দেশগুলোতে সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ছিল সোবার্সের। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৬৬ সালের ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের আট ইনিংসে করেছিলেন ৭২২ রান। প্রায় ছয় দশক পর গত সপ্তাহে ওল্ডট্র্যাফোর্ড টেস্টেই তাকে ছুঁয়ে ফেলেন গিল। সোবার্সকে ছাড়িয়ে যেতে বাকি যে এক রান দরকার ছিল, গিল সেটিই নিয়েছেন ক্রিস ওকসের বলে স্কয়ার লেগে ঠেলে জোড়া রান নিয়ে।
কিছুক্ষণ পরই ছাড়িয়েছেন স্বদেশি কিংবদন্তি সুনীল গাভাস্কারের এক রেকর্ড। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন তখনকার ভারত অধিনায়ক গাভাস্কার। চার দশকের বেশি সময় ধরে এটিই ছিল অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে ভারতের রেকর্ড। জেমি ওভারটনকে কাভার দিয়ে চার মেরে ১১ রানে পৌঁছে গাভাস্কারের রেকর্ডটিও দুইয়ে ঠেলে দিয়েছেন গিল। হাতছানি ছিল আরও কিছু রেকর্ডের। যেমন ওভাল টেস্টে ৫৩ রান করতে পারলে তিনি হয়ে যাবেন ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক।
বর্তমানে রেকর্ডটি গাভাস্কারের, যিনি ১৯৭১ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে করেছিলেন ৭৭৪ রান। গিল যদি ৮৯ রান করতে পারেন, তাহলে ডন ব্র্যাডম্যানকে (১৯৩৬-৩৭ অ্যাশেজে ৯ ইনিংসে ৮১০ রান) ছাড়িয়ে তিনি হবেন অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা বিশ্ব রেকর্ডের মালিক।
প্যানেল হু