ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ায় সেমিফাইনাল থেকে সরে দাঁড়াল ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ১২:১৪, ৩১ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ায় সেমিফাইনাল থেকে সরে দাঁড়াল ভারত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে খেলতে অনীহা প্রকাশ করে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। বৃহস্পতিবার (৩১ জুলাই) এজবাস্টনে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, খেলোয়াড়দের সম্মিলিত সিদ্ধান্তে সেমিফাইনালে অংশ না নিয়েই পুরো আসর থেকেই নাম প্রত্যাহার করে নেয় ভারতীয় দল।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়ে ভারত জানিয়ে দেয়, তারা আর টুর্নামেন্টে খেলবে না। ভারতের বেশিরভাগ খেলোয়াড়ই (যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান) পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেন।

এর আগে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচও বাতিল হয়েছিল একই কারণে। সেমিফাইনালের আগে ভারতের একটি স্পন্সর প্রতিষ্ঠানও নিজেদের প্রত্যাহার করে নেয়। এর জেরে দলীয় সভায় খেলোয়াড়েরা সর্বসম্মতিক্রমে পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

ফলে পাকিস্তান দল সোজাসুজি ফাইনালে চলে গেছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের প্রথম দল (পাকিস্তান) ও চতুর্থ দল (ভারত) মুখোমুখি হওয়ার কথা ছিল সেমিফাইনালে।

ভারত তাদের গ্রুপ পর্বের ম্যাচে একটি জয়, তিনটি হার এবং একটি ম্যাচ বাতিলের মধ্য দিয়ে চতুর্থ অবস্থানে ছিল। অপরদিকে পাকিস্তান চারটি ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়।

মুমু ২

×