
ছবি: সংগৃহীত
প্রবাসী সাংবাদিক শাহেদ আলম আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, শিবির কোনদিনই ঢাবি ক্যাম্পাসে ছাত্রদের নেতা হতে পারবে না।
তিনি লিখেন, অনেকেই স্বপ্ন দেখছেন, শিবির ডাকসুতে জয়ী হবে। চেনা এক্টিভিস্টদের মধ্যে সম্ভবত আমি কেবল ঢাবি’র পাক্তন ছাত্র। আমি ঢাবির প্রতিটি বারান্দা চিনি । অলিগলি চিনি । সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের মনোভাব বুঝি।
তিনি আরও লিখেন, ঢাবি ৭১ এ মুক্তিযুদ্ধের সুতিকাগার। ৫২ ভাষা আন্দোলনের সুতিকাগার। ৯০ এর গন আন্দোলনের সুতিকাগার। ২৪ এর অভ্যুথ্বানের সুতিকাগার। ঢাবি, মোনাফেক রাজনীতি এডোপ্ট করেনি কোনদিন ঐতিহাসিক ভাবেই। ভবিষ্যতেও করবে না।
শিহাব