ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের যুদ্ধবিমান কেনার প্রস্তাব ফিরিয়ে দিল ভারত!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১ আগস্ট ২০২৫

ট্রাম্পের যুদ্ধবিমান কেনার প্রস্তাব ফিরিয়ে দিল ভারত!

ছবি: সংগৃহীত

ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ২৫% শুল্ক ঘোষণার পর দিল্লির শীর্ষ মহলে ছড়িয়ে পড়েছে হতবাক ও উদ্বেগের ছায়া। সরকার সূত্রে জানা গেছে, ট্রাম্পের ঘোষণার পরই ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা প্রশমনের উপায় খুঁজছে এবং প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ আপাতত নিচ্ছে না।

প্রেসিডেন্ট ট্রাম্প ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতকে আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এখন জানা যাচ্ছে, ভারত এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারত চায় যৌথভাবে প্রযুক্তি নির্মাণ ও দেশীয় উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা খাতে উন্নয়ন ঘটাতে ।

ভারত সরকার আপাতত যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস, যোগাযোগ সরঞ্জাম এবং সোনার আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে। এর মাধ্যমে বাণিজ্য উদ্বৃত্ত কমানো ও ভবিষ্যতে একটি পারস্পরিক লাভজনক চুক্তির পথ প্রশস্ত করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল পার্লামেন্টে জানান, সরকার পরিস্থিতি মূল্যায়ন করছে এবং রপ্তানিকারকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিরোধীদল এই ইস্যুতে সংসদে তীব্র প্রতিবাদ জানায়।

বুধবার ট্রাম্প বলেন, ভারতের বাণিজ্য নীতি অত্যন্ত কঠিন ও ‘অবজ্ঞাজনক’। রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে ভারতকে শাস্তিমূলক পদক্ষেপের হুমকিও দিয়েছেন তিনি। যদিও পরে Truth Social-এ পোস্ট দিয়ে বলেন, "আমি পরোয়া করি না ভারত রাশিয়ার সঙ্গে কী করে। দুই দেশই মৃতপ্রায় অর্থনীতি।"

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এমন আচরণ কেবল চাপ প্রয়োগের কৌশল হতে পারে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে গিয়েও ট্রাম্প একইভাবে উচ্চ হারে শুল্ক হুমকি দিয়ে পরে তা হ্রাস করেছিলেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ভারতের ‘ধীর গতির’ আলোচনার কারণে বাণিজ্য চুক্তি আটকে আছে। তিনি ভারতকে 'দায়িত্বশীল দেশ নয়' বলেও মন্তব্য করেন।

ভারত বলছে, তারা এখনও একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তিতে আগ্রহী। তবে ছোট ব্যবসা ও কৃষকদের স্বার্থ অগ্রাধিকার পাবে। দুই পক্ষ আগামী শরতে চূড়ান্ত আলোচনা করতে চেয়েছিল, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে সেই সময়সীমা অনিশ্চিত।

মুমু ২

×